Advertisment

ভিভো V9 : ডিসপ্লে থেকে ক্যামেরা, যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন এক্ষুনি

আপনি অনেকদিন ধরে ভাবছেন ফোন কিনবেন ? এদিকে ভিভো V9 ফোনটির সম্পর্কে অনেক তথ্য পাওয়ার পরও মন খুতখুত করছে? আদৌ কি ফোনটি আইফোন টেনের মত? বেশ কয়েকদিন ব্যবহারের পর আপনার জন্য রইল এসমস্ত সাতসতেরো প্রশ্নের উত্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
vivo-v9-faq

ভিভো V9 ফোনটির ডিসপ্লে অনেকাংশে আইফোন টেনের মতই

গতমাসে হুবহু আইফোন টেনের মত দেখতে V9 স্মার্টফোন এনে বাজারে রীতিমত হইচই ফেলে দিয়েছে ভিভো। ফোনটির বাজারমূল্য বর্তমানে ২২,৯০০ টাকা। মূলত ফোনটি বেজেলহীন ডিসপ্লে ও ক্যামেরার জনপ্রিয়তাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে ভিভো v9 ফোনটি। কিন্তু পরখ করবার আগে এছাড়াও আরও অনেক সাত-সতেরো প্রশ্নই উঠে আসছে এই হ্যান্ডসেটটিকে ঘিরে। সেই সব প্রশ্নেরই উত্তরই রইল এই প্রতিবেদনে।

Advertisment

অ্যাপেল আইফোন টেনের মতই কি ডিসপ্লে দিচ্ছে ভিভো v9  ফোনটি ?

ভিভো V9 ফোনটির ডিসপ্লে অনেকটাই আইফোন টেনের মত। তবে কোয়ালিটিতে আইফোন টেনের ডিসপ্লে অবশ্যই অনেকাংশে ভাল। তবে পকেটে রেস্ত কম থাকলে এই কারনে ভাবতেই পারেন ভিভো V9-এর কথা। মনে রাখবেন আইফোন টেনের দাম কিন্তু এর চাইতে অন্তত ৭৫ শতাংশ বেশী।

আরও পড়ুন :সেরার তালিকায় আইফোন সেভেনের পরেই নাম লেখালো রেডমি ফাইভ এ

সূর্যের আলোয় ডিসপ্লেতে কতটা স্পষ্ট পড়া সম্ভব?

ভিভো v9 ফোনটির ডিসপ্লেটি বাড়ির ভেতরে যথেষ্ট উন্নতমানের দেখায়। তবে অন্যান্য অনেক অ্যান্ড্রয়েড ফোনের মতই এতেও প্রতিফলন সংক্রান্ত আসুবিধা আছে। ফলে সরাসরি সূর্যের আলোর নিচে ডিসপ্লের লেখা পড়া বেশ কঠিন হয়ে যায়।

ভিভো  V9 এর ডিসপ্লে কি গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত?

অবশ্যই। ফোনটি বাজারে আনবার সময় কোম্পানি ঘোষনা করেছিলেন, ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৩ ইঞ্চির এই ডিসপ্লেতে পাওয়া যাবে ২২৮০ X ১০৮০ রেজলিউশন । দৈনন্দিন ব্যবহারে ফোনটির ডিসপ্লে যাতে নষ্ট না হয়, তাই এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস সুরক্ষা ও। একইসঙ্গে ফোনের ডিসপ্লের ওপর ২.৫ ডি কার্ভড গ্লাসের লেয়ার ও আছে।

ভিভো  V9 ফোনটির ডিসপ্লেতে  ওলিওফোবিক কোটিং আছে ?

না,  ভিভো  V9 ফোনটির ডিসপ্লেতে  ওলিওফোবিক কোটিং দেওয়া হয়নি। সে কারণে কিছুদিন ব্যবহার করবার পর স্ক্রিনের ওপর লেগে থাকা ময়লা এবং আপনার আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাবে।

আরও পড়ুন :শাওমি বাজারে আনল দুরন্ত ক্যামেরা সমেত এমআই সিক্সএক্স (এমআই এ’টু)

ভিভো V9 ফোনটির ডিসপ্লে কি অ্যাডাপটিভ ব্রাইটনেস সাপোর্ট করে ?

ফোনটিতে অ্যামবিয়েন্ট লাইট সেন্সর থাকার কারণে এর ডিসপ্লেটি বাইরের আলোর সঙ্গে তাল মিলিয়ে স্ক্রীনের ব্রাইটনেস কমায় বাড়ায়। কিন্তু ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ানো কমানো সম্ভব হবে না ভিভো V9 ফোনটিতে।

ভিভো V9 ফোনটি কি রিডিং মোড আছে ?

হ্যাঁ। এরজন্য আপনাকে ডিসপ্লে সেটিংর মধ্যে গিয়ে 'আই প্রোটেকশন' অপশনে ক্লিক করে কালার টোন বেছে নিতে হবে।

ভিভো v9 ফোনটিতে কি এক্সটারনাল মেমোরি কার্ড স্লট লাগানোর সুবিধা আছে?

হ্যাঁ, এতে আপনি ২৫৬ জিবি অবধি এক্সটারনাল স্টোরেজ লাগাতে পারবেন। সিম এবং মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট ও আছে ফোনটিতে।

ফোর জি নেটওয়ার্কের সঙ্গে কি VoLTE সাপোর্ট করে ভিভো v9 ফোনটিতে ?

ফোর জি নেটওয়ার্কের সঙ্গে অবশ্যই VoLTE সাপোর্ট করে ফোনটিতে, তবে তার জন্য আপনাকে ফোনটির ডেটা অন করে রাখতে হবে ।

আরও পড়ুন :ওয়ানপ্লাস ৬, নতুন কি থাকবে এই ফোনে? জানাল কোম্পানি

ভিভো v9 ফোনটির উন্নত মানের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা সম্ভব ?

হ্যাঁ, ভিভো  V9 এর ক্যামেরাটি দিয়ে আপনি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও তুলতে পারবেন। এরকম এক মিনিটের ভিডিওর ফাইল সাইজ হবে ৩০০ এম বি। এছাড়াও এই ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন ১০৮০ ও ৭২০ পিক্সেল রেজলিউশনের ভিডিও ও।

ভিভো v9 ফোনটির ক্যামেরা কি পোট্রেট শট তুলতে সক্ষম ?

হ্যাঁ, ফোনটির ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশনে রয়েছে ডেপথ সেনসিং  ইউনিট, যা বোকে এফেক্ট সহ পোট্রেট শট তুলতে সক্ষম। ব্যকগ্রাউন্ডের ব্লার কার ফিচারটি বাজার চলতি অন্যান্য ফোনের তুলনায় উন্নত মানের ।

আরও পড়ুন :ক্যান্ডি ক্রাশ, ক্ল্য়াশ অফ ক্ল্যানস, টেম্পল রানে একঘেঁয়েমি! রইল পাঁচটি ভুতুড়ে গেমের সন্ধান

গেম খেলবার সময় কিরকম পারফর্মেন্স দেয় ভিভো v9 ফোনটি ?

ফোনটিতে  Asphalt 8 ও Dead Trigger 2 এর মত গেম খেলা যাবে অনায়াসেই। স্ন্যাপড্রাগন ৬২৬  SoC থাকার কারণে কোনো ভাবে হ্যাঙ্গ করবে না ফোনটি।

ভিভো v9 ফোনটিতে কি ফেস আনলক ফিচার সাপোর্ট করে ?

অতিরিক্ত সিকিউরিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ফেস আনলক ফিচার। এছাড়াও অন্য পদ্ধতিও আছে ফোন লক আনলক করার জন্য। আপনি ফোনটি মুখের সামনে ধরলেই লক খুলে যাবে ফোনটির।

ভিভো v9 ফোনটির ব্যাটারি লাইফ কেমন ?

সাধারণ ব্যবহারে ৩২৬০ এমএইচের ব্যটারি ভালোই কাজ দেয় । তবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই ফোনটিতে।

vivo
Advertisment