WhatsApp Passkey Backup: এবার ফেস, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক দিয়েই রিস্টোর হবে হোয়াটসঅ্যাপ চ্যাট, কীভাবে?

WhatsApp Passkey Backup: পাসওয়ার্ড দরকার নেই। হোয়াটসঅ্যাপ আনছে নতুন 'পাসকি ব্যাকআপ' ফিচার। ফেস, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক ব্যবহার করে রিস্টোর করা যাবে এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ।

WhatsApp Passkey Backup: পাসওয়ার্ড দরকার নেই। হোয়াটসঅ্যাপ আনছে নতুন 'পাসকি ব্যাকআপ' ফিচার। ফেস, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক ব্যবহার করে রিস্টোর করা যাবে এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp: হোয়াটসঅ্যাপ

WhatsApp: হোয়াটসঅ্যাপ

WhatsApp Passkey Backup: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আবারও বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এবার ব্যবহারকারীরা এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ রিস্টোর করতে পারবেন ফেস, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক ব্যবহার করে। অর্থাৎ, আর লম্বা পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই বা ৬৪ অক্ষরের এনক্রিপশন বয়ে বেড়ানোরও ঝামেলা নেই। 

Advertisment

২০২১ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য End-to-End Encrypted Chat Backup চালু করে। এই ব্যাকআপে ব্যবহারকারীর সমস্ত চ্যাট ডেটা গুগল ড্রাইভ বা আইক্লাউডে নিরাপদে সংরক্ষিত থাকে। কিন্তু তখন সেই ব্যাকআপ রিস্টোর করতে আলাদা একটি পাসওয়ার্ড সেট করতে হতো বা ৬৪ অক্ষরের এনক্রিপশন কী নিরাপদে রাখতে হতো।  

আরও পড়ুন- মাত্র ৬,৯৯৯ টাকায় ৫০MP ক্যামেরা ও ৫০০০mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফোন!

Advertisment

নতুন পাসকি ব্যাকআপ (Passkey Backup) ফিচার সেই ঝামেলাকে একেবারে সরিয়ে দিয়েছে। এখন থেকে আপনি যখন ফোন বদলাবেন বা অ্যাপ পুনরায় ইনস্টল করবেন, তখন শুধুমাত্র আপনার ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক প্যাটার্ন দিয়েই ব্যাকআপ রিস্টোর করতে পারবেন।

আরও পড়ুন- উইপ্রো ও IISc যৌথভাবে তৈরি করল ভারতের প্রথম চালকবিহীন গাড়ি!

কেন এটা গুরুত্বপূর্ণ?

বর্তমানে প্রায় ৩ বিলিয়নেরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করেন। প্রতিদিনের কথোপকথন, ফাইল, ভয়েস নোট—সবকিছুই অ্যাপে জমা থাকে। ফোন বদলানোর সময় অনেকেই ভয় পান, পুরনো চ্যাট হারিয়ে যাবে কিনা। এই নতুন ফিচার সেই সমস্যারই সমাধান আনছে। এতে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই। ডিভাইস বদলানো আরও সহজ। নিরাপত্তা আরও মজবুত, কারণ ফেস বা ফিঙ্গারপ্রিন্ট ডেটা কখনও সার্ভারে যায় না। 

আরও পড়ুন- ঘরের কাজ করানো, কথা বলার জন্য কাউকে চাই? চাহিদা মেটাবে এই রোবট!

কীভাবে এই নতুন ফিচার ব্যবহার করবেন?

WhatsApp খুলুন আপনার প্রাইমারি ফোনে। যান সেটিংস→চ্যাটস→এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে সেখানে যদি 'ইউজ পাসকি' লেখা থাকে, তাহলে সেটি সিলেক্ট করুন। এরপর আপনার ফোনের ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক দিয়ে অথেন্টিকেশন করুন। যদি এখনই ফিচারটি দেখতে না পান, চিন্তা করবেন না। মেটা জানিয়েছে, এই আপডেট ধীরে ধীরে রোল আউট হবে—আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই সবার জন্য চালু হবে। 

আরও পড়ুন- উইকিপিডিয়ার টক্করে এবার ফ্রি AI-powered এনসাইক্লোপিডিয়া! কীভাবে নেবেন এই সুবিধা?

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিয়মিতই নতুন সিকিউরিটি ফিচার যোগ করছে। কয়েকদিন আগেই যুক্ত হয়েছে এআই পাওয়ারড স্ক্যাম ডিকেটশন টুল এবং স্কিন শেয়ারিং ওয়ার্নিং। যা স্ক্যাম বা স্ক্রিনশেয়ার জালিয়াতি রুখতে সাহায্য করবে। নতুন পাসকি ব্যাকআপ ফিচার সেই নিরাপত্তার ধারারই অংশ। যেখানে ব্যবহারকারীর গোপনীয়তা (Privacy) এবং নিরাপত্তা (Security)- দুটোকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার হোয়াটসঅ্যাপ আরও নিরাপদে রাখতে টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। নিয়মিত ব্যাকআপ রাখুন। ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক চালু করুন। ডিজিটাল যুগে ব্যক্তিগত চ্যাট বা তথ্যের নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগ। হোয়াটসঅ্যাপের এই নতুন পাসকি ব্যাকআপ সিস্টেম সেই উদ্বেগ অনেকটাই দূর করবে। 
এককথায় বলা যায়—এখন থেকে চ্যাট রিস্টোর করা হবে আগের চেয়ে সহজ, স্মার্ট এবং অনেক বেশি নিরাপদ।

Backup Whatsapp