RG Kar Case: আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই একের পর এক পুলিশ কর্মী ও অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নথি নিয়ে হাজির হন টালা থানার এসআই অতনু চক্রবর্তী। এদিন সিবিআই দফতরে এসেছেন লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ২ জন আধিকারিক। তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা পুলিশ।
আরজি করে প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষকে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পরবর্তীতে তাঁকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের টিম তাঁকে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যায়। তখন জানা যায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। তবে খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি সিবিআই। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে খুনের ঘটনায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁরা ধৃতকে তুলে দেয় সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট করা হয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠতে থাকে। কিন্তু কলকাতা পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
সিটের দুই আধিকারিক, টালা থানার সাব-ইন্সপেক্টরের পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে আসেন আরজি কর হাসপাতালের আউটপোস্ট ওসি সঞ্জীব মুখোপাধ্যায়। হাসপাতালের পুলিশি কার্যকলাপের তত্ত্বাবধানে থাকেন আউটপোস্টের ওসি। হাসপাতালে কোনও ঘটনা ঘটলে স্থানীয়ভাবে তাঁর জানার কথা। ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে থাকবে এটাই স্বাভাবিক। সেদিন সেমিনার রুমে তিনি ছিলেন কিনা? থাকলে কোনও কোনও ঘটনার সাক্ষী? তার কাছে কী কী তথ্য রয়েছে? নানা বিষয় জানতে চাইতে পারে সিবিআই। লাগাতার পুলিশ আধিকারিকদের তলব করছে সিবিআই। মূলত খুনের ঘটনার তদন্তের সঙ্গে ওই সব পুলিশ আধিকারিকরা যুক্ত ছিলেন।
আরও পড়ুন- Sandip Ghosh: সন্দীপকে লক্ষ্য করে সপাটে হাওয়াই চটি! 'চোর-চিটিংবাজ' বলে চিৎকার
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া CBI, রহস্য উদঘাটনে তুলকালাম তৎপরতা
এদিকে সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একাধিক জায়গায় সন্দীপ ঘোষের ফ্ল্যাট, বাড়ির হদিশ মিলেছে। নানা নথিপত্র উদ্ধার করেছে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এসেছেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
আরও পড়ুন- India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA