Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডে 'সুপারলিড'-এর খোঁজে CBI! সিটের অফিসার, টালা থানার SI সিজিও-য়

RG Kar Incident: আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। আজ আবারও তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
rg kar case, cbi, cgo complex, আরজি কর, সিবিআই, সিজিও কমপ্লেক্স

আরজি কর কাণ্ডের তদন্তে গতি বাড়াল সিবিআই।

RG Kar Case: আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই একের পর এক পুলিশ কর্মী ও অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নথি নিয়ে হাজির হন টালা থানার এসআই অতনু চক্রবর্তী। এদিন সিবিআই দফতরে এসেছেন লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ২ জন আধিকারিক। তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা পুলিশ। 

Advertisment

আরজি করে প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষকে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পরবর্তীতে তাঁকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের টিম তাঁকে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যায়। তখন জানা যায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। তবে খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি সিবিআই। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে খুনের ঘটনায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁরা ধৃতকে তুলে দেয় সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট করা হয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠতে থাকে। কিন্তু কলকাতা পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।  

সিটের দুই আধিকারিক, টালা থানার সাব-ইন্সপেক্টরের পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে আসেন আরজি কর হাসপাতালের আউটপোস্ট ওসি সঞ্জীব মুখোপাধ্যায়। হাসপাতালের পুলিশি কার্যকলাপের তত্ত্বাবধানে থাকেন আউটপোস্টের ওসি। হাসপাতালে কোনও ঘটনা ঘটলে স্থানীয়ভাবে তাঁর জানার কথা। ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে থাকবে এটাই স্বাভাবিক। সেদিন সেমিনার রুমে তিনি ছিলেন কিনা? থাকলে কোনও কোনও ঘটনার সাক্ষী? তার কাছে কী কী তথ্য রয়েছে? নানা বিষয় জানতে চাইতে পারে সিবিআই। লাগাতার পুলিশ আধিকারিকদের তলব করছে সিবিআই। মূলত খুনের ঘটনার তদন্তের সঙ্গে ওই সব পুলিশ আধিকারিকরা যুক্ত ছিলেন।  

আরও পড়ুন- Sandip Ghosh: সন্দীপকে লক্ষ্য করে সপাটে হাওয়াই চটি! 'চোর-চিটিংবাজ' বলে চিৎকার

আরও পড়ুন- RG Kar Protest: স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় অবস্থান-আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, সুপ্রিম ডেডলাইন পার করে অনির্দিষ্টকালীন বিক্ষোভ

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া CBI, রহস্য উদঘাটনে তুলকালাম তৎপরতা

এদিকে সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একাধিক জায়গায় সন্দীপ ঘোষের ফ্ল্যাট, বাড়ির হদিশ মিলেছে। নানা নথিপত্র উদ্ধার করেছে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এসেছেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

আরও পড়ুন- India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA

kolkata police cbi RG Kar Case Vineet Goyal
Advertisment