Advertisment

Sanjay Chakrabarty: নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগ, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় গ্রেফতার

Sanjay Chakrabarty Arrested: বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। থানায় অভিযোগ দায়েরের পরেই কোথায় গিয়ে উঠেছিলেন তিনি? নাটকীয় গ্রেফতারি-পর্ব জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sanjay Chakrabarty Arrested: সঞ্জয় চক্রবর্তী গ্রেফতার

Sanjay Chakrabarty: সঞ্জয় চক্রবর্তী।

Ajay Chakraborty's brother Sanjay Chakraborty has been arrested on the charge of sexually assaulting a minor: এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে অজয় চক্রবর্তী ভাইকে। বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীকে আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisment

এবার পুলিশের জালে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। পেশায় তিনিও একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। অভিযোগ, তাঁর গানের স্কুলে আসতেন এক নাবালিকা। সেই নাবালিকার অভিভাবকদের অভিযোগ, গানের স্কুলে গিয়ে খোদ 'মাস্টারমশাই'-এর কাছেই যৌন নিগ্রহের শিকার হয়েছেন তাঁদের মেয়ে। গুরুতর এই অভিযোগ এনে কলকাতার চারু মার্কেট থানায় তাঁরা অভিযোগ দায়ের করেছিলেন। 

অজয় চক্রবর্তী ভাইয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ। এদিকে সঞ্জয় চক্রবর্তী ততক্ষণে কলকাতা ছেড়ে মুম্বইয়ে গিয়ে উঠেছেন। এবার বাণিজ্য নগরী মুম্বই থেকেই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে বুধবারই কলকাতায় আনা হয়েছিল। 

আরও পড়ুন- West Bengal News Live: হঠাৎ ভবানী ভবনে অর্জুন সিং, কোন মামলায় তলব করল সিআইডি?

আরও পড়ুন- Kolkata Municipal Corporation: সাপের হানা কলকাতা পুরসভায়, আতঙ্কে থর হরি কম্প দশা কর্মীদের!

বৃহস্পতিবার আলিপুর আদালতে সঞ্জয়কে তোলা হলে বিচারক আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কলকাতার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার খবর পাওয়ার পরপরই আচমকা মুম্বই চলে গিয়েছিলেন সঞ্জয় চক্রবর্তী। তবে পুলিশও তদন্তে নেমে তাঁর মুম্বইয়ের ঠিকানা জোগাড় করে ফেলে। সেই মতো বাণিজ্য নগরীতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে আনা হয় কলকাতায়।

আরও পড়ুন- Shahjahan Sheikh: একে একে অনেকেরই জামিন, তাঁর আর শিকে ছিঁড়ছে না! তিতিবিরক্ত শাহজাহানের চরম সিদ্ধান্ত!

আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

kolkata police molestation Sanjay Chakrabarty Arrested Arrested
Advertisment