Advertisment

Anubrata Mondal: কেষ্ট ফিরলেও ফেরেনি পুজোর জৌলুস, কালীপুজোয় মা কালীর কাছে কী চাইলেন অনুব্রত?

Anubrata Mondal-Kali Puja 2024: অনুব্রত মণ্ডলের কালীপুজো মানেই সুপারহিট। তবে কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার পর থেকে গত কয়েকবছর ধরে পুজোর জৌলুস বেশ ফিকে হয়ে গিয়েছিল।

author-image
Ashis Kumar Mondal
New Update
Anubrata Mondal,Kali Puja 2024,Bolpur,অনুব্রত মণ্ডল,কালীপুজো ২০২৪,বোলপুর

Anubrata Mondal-Kali Puja 2024: বোলপুরে তৃণমূল কার্যালয়ে কালীপুজোয় অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal:গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলে যাওয়ার আগে পর্যন্ত বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কালীপুজোয় (Kali Puja) রমরমা ব্যাপার ছিল। স্বাভাবিকভাবেই এবার তাই সেই কালীপুজো নিয়ে চর্চা কম ছিল না। মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন সকন্যা কেষ্ট মণ্ডল। এবার বোলপুরে দলীয় কার্যালয়ে তাঁর উপস্থিতিতেই চলে শ্যামা মায়ের আরাধনা। পুজোয় আগাগোড়া ছিলেন কেষ্ট। তবে অশৌচ থাকায় মন্দিরে ঢোকেননি। বাইরে দাঁড়িয়েই দেবী মাতাকে প্রণাম সেরেছেন অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের বলেন, "আমি হিন্দুর ছেলে, তাই রীতি মেনে অশৌচ থাকায় মন্দিরে ঢুকিনি। দূর থেকে মাকে নমস্কার করলাম।"

Advertisment

অনুব্রত মণ্ডলের কালীপুজো বরাবরই 'সুপারহিট'। মায়ের গায়ে প্রায় ৫৪০ ভরি সোনার গয়না পরানো হয়। তবে এবার আর কেষ্ট নিজে হাতে গয়না পরাননি মা কালীকে। এব্যাপারে অনুব্রত মণ্ডল বলেছেন, "ভক্তদের দেওয়া গয়না। ওরাই সব পরায়। গত দু'বছর ধরে আমি তো মাকে কোনও গয়না পরাইনি। তবে মাকে বললাম, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দেখো মা। তুমি সকলের মঙ্গল করো। সবাইকে সুখী রাখো।" স্বমহিমায় থাকাকালীন বোলপুরে অনুব্রত মণ্ডলের কালীপুজো যতটা চর্চায় থাকত, এবার সেসব নেই। রীতি মেনে পুজো হল বটে, তবে জাঁকজমক ছিল নেহাতই কম।

বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে শক্তি আরাধনায মায়ের গলায় সোনার মুণ্ড-মালা পরিয়ে পঞ্চায়েত ভোটে জয়ের মানত পূর্ণ করেছিলেন কেষ্ট মণ্ডল। একুশের বিধানসভা ভোটে জয়ের পর সোনার মুকুট পরানো হয় কালীমাতাকে। দলের প্রতিষ্ঠা লগ্নেরও আগে থেকে বোলেপুরের এই কার্যালয়ে কালী পুজো হচ্ছে।

আরও পড়ুন- Gazole Incident: কালীপুজোর পরের দিনেই কাটা মুণ্ড উদ্ধার! পাশেই ধরহীন দেহ, নরবলি?

আরও পড়ুন- Attacks on TMC Mla: কালীপুজোর রাতে বাঁশপেটা তৃণমূল বিধায়ককে, আক্রান্ত আরও এক জোড়াফুল বিধায়ক

আগে অনুব্রত কংগ্রেসে থাকাকালীনও পুজো করতেন। ১৯৮৮ সাল থেকে বোলপুরের এই দলীয় কার্যালয়ে কালীপুজো হচ্ছে। পুজোর আয়োজনে কোনও ত্রুটি থাকে না। ষোড়শ উপাচারে দেবীর পুজো হয় পঞ্জিকা মেনে। সারা দিন উপবাস থেকে রাতে পুষ্পাঞ্জলি দেন কেষ্ট। তবে এবার সেটা হয়নি অশৌচ থাকার কারণে। 

আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর দিনেই নয়া নজির মমতার! শ্যামা সংগীত নিয়ে পেরোলেন দেড়শো গানের মাইলস্টোন

আরও পড়ুন- Maa Guhya Kali: কালীপুজোয় বিশেষ পুজোর চল নেই মন্দিরে, গভীর রাতে শ্মশানে বিচরণ মা গুহ্যকালীর!

tmc anubrata mondal Birbhum Bolpur Anubrata Mandol Kalipuja 2024
Advertisment