West Bengal News: 'মুখের কথায় চলছে মেডিক্যাল কাউন্সিল', কটাক্ষ চিকিৎসক নেতার! আন্দোলন ফের পুরনো পথেই?

West Bengal News: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে গিয়েছিলেন চিকিৎসক অভীক দে। এই অভীক দে'ই আরজি কর কাণ্ডের দিন সাতসকালেই হাসপাতালে পৌঁছেছিলেন। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে চিকিৎসকদের একাংশের।

West Bengal News: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে গিয়েছিলেন চিকিৎসক অভীক দে। এই অভীক দে'ই আরজি কর কাণ্ডের দিন সাতসকালেই হাসপাতালে পৌঁছেছিলেন। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে চিকিৎসকদের একাংশের।

author-image
Joyprakash Das
New Update
Avik Dey,West Bengal Medical Council,RG Kar Case,অভীক দে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল,আরজি কর কাণ্ড

আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল এই চিকিৎসকের। সেই অভীক দে যোগ দিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে।

WB News-Avik Dey: সময় পার হলেই এক ঘটনা আসে পুরনো ইস্যু তলিয়ে যায়। আরজি কর (RG Kar) ইস্যু নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে। 'রাত জাগা' অভিযান থেকে দিনের পর দিন অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিল হয়েছে রাজ্যজুড়ে। অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ চিকিৎসক মহলের একটা অংশ সিন্ডিকেট রাজ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়েছিলেন। এবার সেই অভিযুক্ত চিকিৎসকরা ফের কি সামনের সারিতে চলে আসছেন? রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন চিকিৎসক মহলের বড় অংশ। তাঁদের প্রশ্ন, মুখের কথাতেই কি কাউন্সিলের কাজকর্ম চলে? স্বাস্থ্যে ফের কি সিন্ডিকেটরাজ? 

Advertisment

গতকাল রাজ্য মেডিক্যাল কাউন্সিলে গিয়েছিলেন অভীক দে। এই অভীক দে আরজি কর কাণ্ডের দিন সাতসকালেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। কলকাতা পুলিশ প্রথমে অভীককে ময়নাতদন্তের চিকিৎসক বলেই সাংবাদিক বৈঠকে চিহ্ণিত করেছিল। যদিও পরবর্তীতে দেখা যায় তিনি অভীক দে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের পিজি স্টুডেন্ট। কেন সেদিন তিনি আরজি করে হাজির হয়েছিলেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে সিন্ডিকেটরাজ চালানো সহ একাধিক অভিযোগে তোলপাড় হয় রাজ্য। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এরই মধ্যে তিনি হাজির হয়েছেন মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে।

এর আগে ৬ সেপ্টেম্বর অভীক দেকে চিঠি দিয়ে কাউন্সিল সংগঠনের কাজকর্ম করতে নিষেধ করেছিল। তারপর হঠাৎ মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অভীকের অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকদের একটি বড় অংশ। এই বৈঠকের পর থেকে ফের আন্দোলনের গতি বাড়িয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ। আবারও রাতভর অবস্থান বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। অভয়া-কাণ্ডের পর থেকে লাগাতার আন্দোলন করছেন চিকিৎসকদের এই সংগঠন। 

আরও পড়ুন- Success Story: অভাবনীয় সাফল্যের শিখরে বঙ্গতনয়! ইস্পাতকঠিন সংকল্পে শ্রেষ্ঠত্বের দুরন্ত নজির দেবার্ঘ্যর

Advertisment

আরও পড়ুন- RG Kar case: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফিরলেন অভীক-বিরূপাক্ষ, 'দাদাগিরি'র অভিযোগে সাসপেন্ড ছিলেন দুই চিকিৎসক

ডা: মানস গুমটা বলেন, "মুখের কথাতেই চলছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এটা কি ছেলেমানুষি চলছে। চূড়ান্ত অনাচার চলছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমাদের অবস্থান চলবে। সারারাত অবস্থান চলেছে। স্বাস্থ্য দফতরে তদন্ত রিপোর্ট জমা হয়েছে। সেটা দেখা হোক। মানুষ যেভাবে চাইছে সেভাবে আমাদের আন্দোলন এগিয়ে যাবে।" চিকিৎসক গুমটার আরও দাবি, "ফের সিন্ডিকেটের লোককে ফিরিয়ে আনছে। সিন্ডিকেটরাজ কায়েম রাখাই যেন স্বাস্থ্য ক্ষেত্রের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।" যদিও কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় যেন অভীক দে'র বৈঠকে অংশ নেওয়ায় কোনও দোষ দেখছেন না। তাঁর বক্তব্য "চার্জশিটে তো অভীক দের নাম নেই।"

আরও পড়ুন- Bangladesh News: আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়ালের 'অপরাধ', বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত আইনজীবী রমেন রায়

Bengali News Bangla News Bengali News Today West Bengal News RG Kar Medical College RG Kar Case