Advertisment

Burdwan Medical College: 'ঘুঘুর বাসা' ভাঙতে জুনিয়র ডাক্তারদের একরোখা আন্দোলন, বড় 'জয়' বর্ধমান মেডিক্যালে

Junior Doctor's Protest: আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে একটানা প্রতিবাদ-আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকদের একটি বড় অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Avik Dey's wife was finally transferred from Burdwan Medical due to the movement of junior doctors, জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, বর্ধমান মেডিক্যাল কলেজ

বর্ধমান মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে বড় সিদ্ধান্ত।

Burdwan Medical College-Junior Doctor Protest: আরজি কর কাণ্ডের পরপরই 'থ্রেট কালচার' ও দুর্নীতিতে জড়িতদের মুখোশ খুলে দিতে এককাট্টা হয় জুনিয়র ডাক্তররা। সেই পথে হেঁটেই এককাট্টা হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল 'শোধন'-এর আন্দোলনে সেখানকার জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সেই অনড় অন্দোলনের জেরে শেষ পর্যন্ত বর্ধমান হাসপাতাল থেকে বিদায় নিশ্চিত চিকিৎসক অভীক দে’র স্ত্রী নুপুর ঘোষের। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে যত শীঘ্র সম্ভব চলে যেতে হবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিষ্টি হাসপাতালে। একইসঙ্গে আন্দোলনকারীদের চাপের কাছে নতিস্বীকার করে 'ডিন' পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন চিকিৎসক তাপস ঘোষ।

Advertisment

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি  জারি করা হয়েছে।  সেই বিজ্ঞপ্তির বিষয়টি ন্যাশনাল মেডিকেল কমিশনের সেক্রেটারির নজরেও আনা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, 'রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশক্রমে ডা: নুপুর ঘোষকে বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুপার স্পেশালিষ্টি হাসপাতালে কাজে যোগ দিতে বলা হয়েছে।’

নুপুর  ঘোষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের 'সিনিয়র রেসিডেন্সি' পদে কর্মরত ছিলেন। এক বছর আগেই তাঁর বদলির নির্দেশ ছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই নির্দেশ কার্যকর হয়নি। এনিয়ে জুনিয়র ডাক্তরদের কটাক্ষ, ডা: নূপুর ঘোষ আখেরে সন্দীপ ঘোষের সিন্ডিকেটের চিকিৎসক অভীক দে'র স্ত্রী বলেই হয়তো বদলির নির্দেশকে বুড়ো আঙুল দেখাতে পেরেছিলেন। এদিকে চিকিৎসক নূপুর ঘোষের বদলি নিয়ে অধ্যক্ষ বলেন, "আগে থেকেই তাঁর বদলির নির্দেশ ছিল। কিন্তু আমাদের হাসপাতালে চিকিৎসকের অভাবের জন্যই তাঁকে ছাড়া হয়নি।"

আরও পড়ুন- Junior Doctors's Protest: টানা আন্দোলনে ডাক্তাররা, রফা খুঁজতে মরিয়া নবান্ন, ফের বৈঠকে ডাক, দাবি মানবে রাজ্য?

শুধু ডাক্তার নুপুর ঘোষের বদলিই নয়, ডাক্তার তাপর ঘোষের বিরদ্ধে 'নম্বর' দুর্নীতি ও 'থ্রেট' কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁরা তাপস ঘোষের সহ অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার তথা 'ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স' পদ আঁকড়ে থাকা নিয়ে সরব হন। এক ব্যক্তিকে এক পদে নিয়োগের কথা স্মরণ করিয়ে দিয়ে ডাক্তার তাপস ঘোষকে 'ডিন' পদ থেকে অপসারণের দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষকে বুধবার ঘেরাও করেছিলেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন- নির্যাতিতার শরীরে উল্লিখিত 'হিউম্যান বাইট' কার? রহস্যভেদে বাম্পার পদক্ষেপ CBI-র

তাঁদের সেই দাবির কাছে নতিস্বীকার করে শেষ পর্যন্ত ডিন পদ থেকে ডাক্তার তাপস ঘোষ পদত্যাগ করেন। তাপস ঘোষের পদত্যাগের বিষয়টি মেডিকেল কলেজের অধ্যক্ষের তরফে ইতিমধ্যেই ই-মেল মারফl ন্যাশানাল মেডিকেল কমিশনের সেক্রেটারিকে জানিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- RG Kar Protest: আরজি কর প্রতিবাদের সঙ্গেই তালাবন্ধ শতাব্দীপ্রাচীন স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবি, অভিনব তৎপরতা বাসিন্দাদের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  তৃতীয় নির্দেশিকায় তা উল্লেখ করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগের তালিকায় থাকা বেশ কয়েকজন ছাত্র, ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্টের জন্য কলেজ ক্যাম্পাস ও হস্টেলে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে। তদন্ত কমিটির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনে তারা তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে আসতে পারবে। এর মধ্য রয়েছে ৯ জন ছাত্রছাত্রী, ৫ জন ইন্টার্ন, ২ জন জুনিয়র রেসিডেন্ট এবং ২ জন সিনিয়র রেসিডেন্ট।

আরও পড়ুন- Yellow-bellied sea snake: সাবধান! বাংলার অত্যন্ত জনপ্রিয় এই সমুদ্র সৈকতে বিষাক্ত 'ইয়েলো বেলি' সাপ ঘুরছে

protest West Bengal burdwan sandip ghosh RG Kar Case
Advertisment