Bagda Incident: পাশের বাড়ির দুই বউকে নিয়ে পালাল যুবক! একান্ড জানলে ভিরমি খাবেন দুঁদে 'রোমিওরা'ও!

Man elopes two wives: উত্তর ২৪ পরগনার বাগদায় রাসায়নিক মিশ্রিত চা খাইয়ে অচেতন করে পাশের বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে অভিযুক্ত আরিফ! থানায় অভিযোগ দায়ের।

Man elopes two wives: উত্তর ২৪ পরগনার বাগদায় রাসায়নিক মিশ্রিত চা খাইয়ে অচেতন করে পাশের বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে অভিযুক্ত আরিফ! থানায় অভিযোগ দায়ের।

author-image
Utsab Mondal
New Update
Bagdah PS

Bagdah PS: বাগদা থানা

Man elopes two wives: শশুর, শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করে এক বাড়ির দুই বউ এক যুবকের সঙ্গে পালিয়েছে। ঘটনায় থানার দারস্থ হয়েছে স্বামী। পাশাপাশি, স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে অভিযুক্ত যুবকের স্ত্রী--ও। 

যা ঘটেছে

Advertisment

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রীর সঙ্গে গ্রামের আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তাঁর বাবা মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে। বাড়িতে নেই স্ত্রী, বৌদি ও এক মেয়ে।

আরও পড়ুন- পুজোর মুখেই ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! অভূতপূর্ব সাফল্যে মুকুটে নতুন পালক

Advertisment

পরবর্তীতে বাবা-মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান আনিসুর। মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে তাঁর বাবা-মা জানায়, সোমবার সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরেই চা বানিয়ে দিয়েছিল বাড়ির দুই বউমা। সেই চা খাওয়ার পর থেকেই তাঁরা অচেতন হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক, ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে বলেই তাঁদের অভিযোগ। মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আরও পড়ুন- মন্দিরে জুয়োর ঠেক, প্রতিবাদ করায় যুবকের বৃদ্ধা মা ও স্ত্রীকে বেধড়ক মারধর

এই বিষয়ে আনিসুর শেখ জানিয়েছে এর আগেও বড় বৌদি ও তাঁর স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়েছিল। বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে তাঁদের ফেরত নিয়ে আসা হয়েছিল। এবার চায়ের সঙ্গে কিছু মিশিয়ে বাবা-মা, দাদার দুই মেয়ে ও তাঁর এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে আনিসুর। আরিফের শাস্তির দাবি তুলেছে আনিসুরের বাবা-মাও। 

আরও পড়ুন- সকালে খালি পেটে দৌড়ন! জানেন আপনার শরীরে কী হচ্ছে?

এবং

আরও পড়ুন- হাই প্রেশার, এখানে জানুন কী সতর্কতা নেবেন, না-হলে বাড়তে পারে বিপদ!

অন্যদিকে আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা জানিয়েছেন আরিফ এবং ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তিনিও সেটাই চান। তিনি বলেন, 'আমার একটা জীবন আছে। আমার বাচ্চাদের জীবন আছে। আমি জানতাম ওঁদের সঙ্গে সম্পর্ক আছে। দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমি সেটাই চাই।' লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

wives Man