Baruipur News:সুইসাইড হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগ, ছাত্রীর সঙ্গে শিক্ষকের এই আচরণে নিন্দার ঝড়!

student abuse: গোটা ঘটনা জেনে নির্যাতিতা ছাত্রীর পরিবার তৎক্ষণাৎ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। তদন্তে নেমে পুলিশও দ্রুত পদক্ষেপ করে।

student abuse: গোটা ঘটনা জেনে নির্যাতিতা ছাত্রীর পরিবার তৎক্ষণাৎ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। তদন্তে নেমে পুলিশও দ্রুত পদক্ষেপ করে।

author-image
Mina Mondal
New Update
Baruipur,  tuition teacher  ,student abuse,  blackmail,  sexual assault  ,social media  ,police arrest  ,mental harassment,বারুইপুর  ,টিউশন শিক্ষক,ধর্ষণ অভিযোগ,  ব্ল্যাকমেল,  ছাত্রী নির্যাতন,  সোশ্যাল মিডিয়া,  পুলিশ গ্রেফতার,  মানসিক চাপ

student abuse: অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

sexual assault: বারুইপুর থানা এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার টিউশন শিক্ষক সুমন দাসকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই পুলিশ ঘটনাস্থলে যায় ও তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে গ্রেফতার হয় ওই যুবক। 

Advertisment

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক সুমন দাস দীর্ঘ সময় ধরে নির্যাতিতাকে ফোন ও মেসেজের মাধ্যমে উত্ত্যক্ত করতেন। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রীকে তার বাড়িতে ডেকে ব্ল্যাকমেল করতেন। তিনি নির্যাতিতাকে সুইসাইডের হুমকি দিয়ে মানসিকভাবে চাপ সৃষ্টি করতেন এবং জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। এছাড়াও, তিনি সেই সময়ের ব্যক্তিগত ছবি তুলে রাখতেন।

আরও পড়ুন- Baruipur Zamindar Bari:নবাবের যৌতুক থেকে ঐতিহাসিক রাজবাড়ি, বারুইপুরের রায়চৌধুরী পরিবারের কাহিনী আজও চর্চায়

Advertisment

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ওই ছবি ব্যবহার করে শিক্ষক নিয়মিতভাবে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করতেন। তার হুমকি ছিল যে, যদি নির্যাতিতা তার নির্দেশ না মানে, তবে ব্যক্তিগত ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে। পুলিশ জানিয়েছে, কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- তালিবান সম্পর্কে দিল্লিতে বড় সিদ্ধান্ত, কাবুলে এবার বিরাট পদক্ষেপ ভারতের

ঘটনার পরপরই নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে সুমন দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের সর্ম্পকে তথ্য খোঁজা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তারা এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে দ্রুততর পদক্ষেপ গ্রহণ করছে।

আরও পড়ুন-তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান? কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা

বারুইপুর থানার তদন্তকারীরা বলছেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সামাজিক সচেতনতা ও আইনি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও সতর্ক করেছেন যে, স্কুল, কলেজ বা টিউশন শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার ক্ষেত্রে সতর্ক থাকা এবং যে কোনও অনাকাঙ্ক্ষিত আচরণ তৎক্ষণাৎ থানায় জানানো উচিত। নির্যাতিতার পরিবার পুলিশি সহায়তায় মানসিক ও সামাজিক সুরক্ষা পেতে চেষ্টা করছে।

আরও পড়ুন-Sonarpur news:সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার

Baruipur molestation rape Arrested teacher