Crime News: “আমি বিডিও”, বলে দোকান থেকে তুলে নিয়ে খুন স্বর্ণ ব্যবসায়ীকে! রুদ্ধশ্বাস কাণ্ডে তোলপাড়!

Kolkata shocking murder: নিউ টাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে খুনের অভিযোগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়াল। মৃতের পরিবার জানিয়েছে, “আমি বিডিও” পরিচয়ে দোকান থেকে তুলে নিয়ে যায় একদল লোক।

Kolkata shocking murder: নিউ টাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে খুনের অভিযোগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়াল। মৃতের পরিবার জানিয়েছে, “আমি বিডিও” পরিচয়ে দোকান থেকে তুলে নিয়ে যায় একদল লোক।

author-image
IE Bangla Web Desk
New Update
bdo murder case, gold trader murder, New Town crime news, Prashanta Barman Rajganj BDO, Kolkata shocking murder, abduction case West Bengal, gold shop kidnapping, Swapan Kamila murder, Bengal crime update, police investigation,বিডিও খুন মামলা, স্বর্ণ ব্যবসায়ী খুন, নিউ টাউন খুনের ঘটনা, প্রশান্ত বর্মন রাজগঞ্জ বিডিও, কলকাতা অপরাধ খবর, পশ্চিমবঙ্গ অপহরণ মামলা, স্বপন কামিলা খুন, দত্তাবাদ সোনার দোকান, জলপাইগুড়ি রাজগঞ্জ খবর, পুলিশ তদন্ত

Newtown Police Station: নিউ টাউন থানা।

gold trader murder: ভয়ঙ্কর কাণ্ড! এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল এক বিডিওর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণবঙ্গের নিউ টাউনের যাত্রাগাছি এলাকার হলেও অভিযুক্ত বিডিও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের। তিনি প্রশান্ত বর্মন। গত ৩১ অক্টোবর দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের হলেও, অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

Advertisment

জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামে। তবে থাকতেন দত্তাবাদে। নিখোঁজ হওয়ার পরের দিন দক্ষিণ বিধাননগর থানায় নিখোঁজ ডায়েরি করতে গিয়ে পরিবারের লোকেরা জানতে পারেন, যাত্রাগাছি বাগজোলা খালপাড়ের ঝোপের মধ্যে থেকে এক ব্যক্তির দেহ মিলেছে। মৃতের ছবি দেখে পরিবারের লোকেরা স্বপনের দেহ শনাক্ত করেন। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী

Advertisment

মৃতের পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর দত্তাবাদের সোনার দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় স্বপন কামিলা ও অপর এক স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ বাগকে। সেই রাতেই গোবিন্দকে ছেড়ে দেওয়া হলেও স্বপনকে নিয়ে চলে যায় অপহরণকারীরা। মৃতের পরিবারের দায়ের করা অভিযোগপত্রে দাবি করা হয়েছে, স্বপনকে অপহরণ করে খুনের নেপথ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ।

পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর স্বপনের দোকানের সামনে দু’টি গাড়ি আসে। একটি সাদা, অন্যটি কালো। একটি গাড়ির মাথায় নীলবাতিও লাগানো ছিল। ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে প্রশান্ত বর্মন বলে পরিচয় দেন। বলেন তিনি বিডিও। তাঁর সঙ্গে ছিলেন আরও ৪-৫ জন। তাঁরাই স্বপন এবং গোবিন্দ বাগকে তুলে নিয়ে যান। প্রশান্ত নিজেকে বিডিও বলে পরিচয়ও দেন। পরিবারের অভিযোগ, অপহরণের দিন কয়েক আগে প্রশান্তের বাড়িতে নাকি বেশ কিছু সোনার অলঙ্কার চুরি গিয়েছে। 

আরও পড়ুন- BSF-Police clash: নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত ঘিরে রণক্ষেত্র চাপড়া! BSF-পুলিশ সংঘর্ষে আহত ৪

ওই চুরির ঘটনা সম্পর্কে খোঁজ নিতে কয়েক দিন আগে প্রশান্ত বর্মন এসেছিলেন সোনার দোকানে। দোকানে এসে বিডিও দাবি করেছিলেন, তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার না কি ওই দোকানে বিক্রি করা হয়েছে। সেই নিয়ে খোঁজখবর নিতে এসেছেন। এরপরেই দুজনকে বিডিও ও তাঁর লোকজন তুলে নিয়ে যায়। একদিন পরে স্বপনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বাগজোলা খালপাড়ের ঝোপে।   

আরও পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

মৃতের ভাই রতন কামিলার অভিযোগ, তাঁর দাদাকে খুন করা হয়েছে। এই খুনে অন্যতম অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। দত্তাবাদের দোকান থেকে সোনার জিনিস এবং সিসিটিভি ফুটেজ নিয়ে যান প্রশান্তরা। সম্প্রতি স্বপন শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে ওড়িশায় গিয়েছিলেন। সেই সময় তখন গ্রামে দু’টি গাড়ি করে কয়েক জন এসেছিলেন। তাঁরা এসে স্বপনের খোঁজখবর করেন।

আরও পড়ুন- JNU: ২০১১ থেকে ২০২৫- ৬০০ মামলার পাহাড়ে JNU! কী বলছে আদালতের নথি?

অপহরণ করে খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়ে পড়ায় ব্যাপক শোরগোল রাজগঞ্জের প্রশাসনিক মহলে। বিষয়টি নিয়ে একাধিকবার বিডিওকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে উনি ফোন কেটে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

kolkata news west bengal latest news New Town crime news gold trader murder Prashanta Barman Rajganj BDO