ভুয়ো থানা খোলার অভিযোগে উওরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। আজ বিভাস চন্দ্র অধিকারী, তার ছেলে অর্ঘ্য অধিকারী সহ ৭ জনকে গ্রেফতার করেছে নয়ডার সেন্ট্রাল জোন পুলিশ।
আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা খুলে প্রতারণা করত বলে অভিযোগ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে অফিস ও থানা খুলে প্রতারণা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এই ভুয়ো থানা খুলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে আজ নয়ডা থেকে বিভাস চন্দ্র অধিকারী, তার ছেলে অর্ঘ্য অধিকারী সহ ৭ জনকে গ্রেফতার করেছে উওর প্রদেশ পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জাল নথি ও সিল বাজেয়াপ্ত করেছে নয়ডা পুলিশ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস চন্দ্র অধিকারী নাম জড়িয়ে পড়ায় তাকে বেশ কয়েকবার দফায় দফায় জেরা করে ইডি ও সিবিআই। তবে তিনি গ্রেফতার না হলেও তার কলকাতার বাড়ি ও অফিস সিল করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে ক্লিনচিট দেয় ইডি ও সিবিআই এমনটাই দাবি করেন বিভাস চন্দ্র অধিকারী।
একসময় বীরভূমের নলহাটি -২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন বিভাস চন্দ্র অধিকারী। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর ঘনিষ্ঠ ছিলেন। তবে বছর দেড়েক আগে তিনি তৃনমূল কংগ্রেস ছেড়ে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।