/indian-express-bangla/media/media_files/2024/10/17/JxEJ3blzknhayW8wVjGQ.jpg)
Anubrata Mandal: অনুব্রত মণ্ডল।
Cow Smuggling Case-ED: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) এবার বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-এর। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর পরিবারের সদস্য ও সংহযোগী সংস্থার নামে থাকা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিমাণ আরও বাড়ল।
গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকেও। তবে বর্তমানে দু'জনেই জামিনে মুক্ত রয়েছেন। তবে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া বেড়ে চলেছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলি অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্য, সহযোগী সংস্থা এবং সংস্থাগুলির নামে অন্তর্ভুক্ত রয়েছে। ইডি প্রায় ২৫.৮৬ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আজ পর্যন্ত এই সম্পত্তিগুলির বাজার মূল্য বহুগুণ বেশি।
আরও পড়ুন- West Bengal News Live: কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, কমপক্ষে ৩ জনের মৃত্যুর আশঙ্কা
কেন্দ্রীয় সংস্থার তরফে আরও জানানো হয়েছে, অনুব্রত মণ্ডল, তার পরিবারের সদস্যরা ও তার সহযোগী সংস্থা এবং বেনামে থাকা ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে। যার মোট ক্রেডিট ব্যালেন্স ২৫.৮৬ কোটি টাকা। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় মোট সম্পত্তি সংযুক্তির পরিমাণ এখন বেড়ে ৫১.১৩ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসির দাবি, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে শেষমেষ তিহাড় জেলে নিয়ে গিয়ে রেখেছিল ইডি। সেই সঙ্গে তার মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছিল। বাবা-মেয়ে দু'জনেই তিহাড়ে বন্দি ছিলেন। কয়েক মাস আগেই তারা জামিনে ছাড়া পেয়েছেন।
বীরভূমে ফিরে এসে আবারও সক্রিয় রাজনীতিতে নেমেছেন অনুব্রত। কেষ্টর উপর অগাধ আস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে সাম্প্রতিক সময়ে বীরভূম জেলা তৃণমূল সভাধিপতি কাজল শেখের সঙ্গে ফের পুরনো দ্বন্দ্ব অস্বস্তি বাড়িয়েছে কেষ্টর। গতকালই বীরভূম জেলা পরিষদ ঠিকমতো কাজ করছে না বলে তোপ দেগেছিলেন অনুব্রত।