SSC Verdict News:সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। বাংলার হাজার-হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikashranjan Bhattacharyya) কাঠগড়ায় তুলেছেন। মুখ্যমন্ত্রীর সেই আক্রমণের জবাবও দিয়েছেন বর্ষীয়ান আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
গত সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও ফের একবার কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়টি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন বিকাশ ভট্টাচার্য নিজে। মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার পাশাপাশি SSC-র নিয়োগ সংক্রান্ত বেশ কিছু পরিসংখ্যানও জনসমক্ষে তুলে ধরেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লিখেছেন, "নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিলেন, তা ছিল রাজনীতির ইতিহাসে এক ঘৃণ্য অপপ্রচারের নিদর্শন।
যেখানে হাজার হাজার চাকরি হারানো তরুণ-তরুণী ভয়, ক্ষোভ, হতাশা নিয়ে এসেছিলেন বিচার চাইতে—সেই মঞ্চেই মুখ্যমন্ত্রী বললেন, সব দোষ বিকাশ রঞ্জনের! তৃণমূলের মুখ্যমন্ত্রী আজ বললেন—চাকরি খেকো বিকাশ!
আরও পড়ুন- West Bengal News Live: চাকরিহারাদের আন্দোলনের নেতৃত্বে এবার অভিজিৎ গাঙ্গুলি? আজ থেকেই 'কাঁপানো লড়াই'!
কিন্তু ইতিহাস ভুলে গেলেও জনগণ ভুলে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম কোনো চাকরি খায়নি, তারা লড়াই করেছেন—যেন দালালচক্র, কমিশনের পচাগলা চক্রান্তে কেউ বঞ্চিত না হয়।"
বিকাশ ভট্টাচার্যের ফেসবুক পোস্ট থেকে নেওয়া:
"SSC সংক্রান্ত কিছু বাস্তব পরিসংখ্যান—যা সরকার গোপন রাখতে চায়:
▪️ ২০১৬-র SSC নিয়োগপত্র ইস্যু = ২৫,৮৪৪
▪️ প্রকৃত নিয়োগ = ২৫,৭৫৩
▪️ ইন-সার্ভিস = ৪২৫ (পুরোনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন)
▪️ সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে = ২৫,৩২৭
আরও পড়ুন- SSC Recruitment Case: 'চাকরিহারাদের নিয়ে ভাঁওতাবাজি মুখ্যমন্ত্রীর', মমতাকে অলআউট আক্রমণে অভিজিৎ
এই ২৫,৩২৭ জনের মধ্যে—
▪️ ওএমআর কারচুপি ও র্যাঙ্ক জাম্পে চাকরি = ৪,৩২৭ জন
▪️ SSC সুপারিশ ছাড়াই চাকরি = ২,৮২৩ জন
▪️ প্যানেল মেয়াদ শেষের পর চাকরি = ১,১৭৪ জন
মোট দুর্নীতিগ্রস্ত = ৮,৩২৪ জন
অবশিষ্ট ১৭,০০৩ জনের বিষয়ে বলা হচ্ছে—তাদের নিয়োগ সংবিধানের ১৪ ও ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিতে কলুষিত।
এখন তাদেরও চাকরি খোয়াতে হচ্ছে। প্রশ্ন হল—এই দায় কার? বিকাশ রঞ্জনের? নাকি তৃণমূল সরকারের?
আরও পড়ুন- Waqf row: দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জঙ্গিপুর! ওয়াকফ আইনের বিরোধিতায় ধুন্ধুমার
● কে SSC-কে ঘুষের কারখানা বানিয়েছিল?
● কে OMR শিট ফেলে দিয়ে টাকা দিয়ে র্যাঙ্ক বানিয়েছিল?
● কে তথ্য না দিয়ে কোর্টে ঘুরিয়ে ঘুরিয়ে হাজারো ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিল?
উত্তর একটাই—এই সরকার! এই তৃণমূল!
আর মুখ্যমন্ত্রী আজ সেই দায় চাপালেন বিকাশ রঞ্জনের ওপর?
যিনি দিনের পর দিন বিনা পারিশ্রমিকে প্রার্থীদের পক্ষে লড়ে গেছেন, তথ্যপ্রমাণ হাজির করেছেন, বিচার পাওয়ার রাস্তা খুলে দিয়েছেন!
আরও পড়ুন- Sougata Roy: 'মানসিক ভারসাম্য হারিয়েছেন কল্যাণ', দলের সাংসদকেই যা নয় তাই বললেন সৌগত!
Ispat Voice স্পষ্ট করে বলছে—
বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম চাকরি খেকো নয়, তারা চাকরি রক্ষাকারী ন্যায়বিচারের সৈনিক!
এই সরকারের বিরুদ্ধে যতটা ক্ষোভ আপনার থাকা উচিত, ঠিক ততটাই কৃতজ্ঞতা থাকা উচিত তাদের প্রতি—যারা সত্যকে সামনে আনার সাহস দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপপ্রচার কোনোভাবে চলবে না। এই লড়াই এখন দুর্নীতির বিরুদ্ধে, এই লড়াই এখন ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার। সংগঠিত হও, প্রতিবাদী হও।দালাল-মুখ্যমন্ত্রীর নাটক আর বরদাস্ত নয়।"