Cyber Crime: কলকাতার বুকে অভিনব প্রতারণা, চোখ কপালে তোলার মতো জালিয়াতির পর্দাফাঁস! ধৃত ১

Rajarhat News: বেশ কয়েকজনের থেকে অভিযোগ পেয়েছিল পুলিশ। তারই ভিত্তিতে চলে তদন্ত। শেষমেশ প্রতারণা চক্রের অন্যতম এক পাণ্ডা পুলিশের জালে।

Rajarhat News: বেশ কয়েকজনের থেকে অভিযোগ পেয়েছিল পুলিশ। তারই ভিত্তিতে চলে তদন্ত। শেষমেশ প্রতারণা চক্রের অন্যতম এক পাণ্ডা পুলিশের জালে।

author-image
Joyprakash Das
New Update
Cyber Crime One arrested for selling car for rent through online advertisement,সাইবার অপরাধ, গাড়ি ভাড়ার নামে নিয়ে বিক্রির অভিযোগ

Cyber Crime: গ্রেফতারের পর অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ।

Kolkata News: প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিলেই 'সর্বশান্ত' হওয়ার আশঙ্কা প্রবল। এবার খাস কলকাতা শহরের কাছেই এমনই একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। ভাড়ার নামে গাড়ি নিয়ে সেই গাড়িই বিক্রি করে দেওয়ার 'বেআইনি কারবার' চালাচ্ছিল একটি দল। সেই দলেরই অন্যতম এক পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। 

Advertisment

অনলাইনে 'কার রেন্টাল এজেন্সি'তে চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া দিয়ে প্রতারণার শিকার হয়েছেন গাড়ির মালিকরা। গাড়ি মালিকের অজান্তেই বিক্রি হয়ে যাচ্ছে দামি গাড়িটি! 'অভিনব' এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানার পুলিশ। একাধিক ভুক্তভোগী মালিকের অভিযোগের ভিত্তিতে রেন্টাল সংস্থার অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। 

ধৃত সুরজিত দত্ত ওরফে বাবাই (৩০)। অভিযুক্ত যুবক কলকাতার গিরিশ পার্কের বাসিন্দা। তিনি নিউটাউনের একটি ফ্ল্যাটে থাকতেন। বৃহস্পতিবার রাতে সেই ফ্ল্যাটে হানা দিয়ে অভিযুক্ত সুরজিতকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় প্রতারণার কথা কবুলও করেছে অভিযুক্ত, এমনই খবর পুলিশ সূত্রের।

আরও পড়ুন- Bhabesh Chandra Roy: ইউনূসের বাংলাদেশে ফের নৃশংস ঘটনা! হিন্দু নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

Advertisment

এই প্রতারণার মামলায় ধৃতকে জেরা করে কমিশনারেটের তদন্তকারীরা জানতে পেরেছেন, সরল বিশ্বাসে রেন্টাল সংস্থায় গাড়ি ভাড়া দিতেন মালিকরা। এরপর একটা সময় মালিকের অজান্তেই জাল নথিপত্র বানিয়ে ভাড়ার গাড়িটি অন্যত্র বিক্রি হয়ে যেত৷ সেখান থেকে মোটা অঙ্কের টাকা মুনাফা অর্জনের পর, গাড়ি মালিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করত কার রেন্টাল কর্তৃপক্ষ৷ বিধাননগর কমিশনারেটের তন্তকারীরা জানিয়েছেন, সরল বিশ্বাসে গাড়ি ভাড়া দিয়ে এই জালিয়াতির খপ্পরে পড়ে কলকাতা সহ বিধাননগর শহরতলীর অসংখ্য মানুষকে খেসারত গুনতে হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live: তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হল, তুমুল উত্তেজনা ভাঙড়ে

খোওয়াতে হয়েছে লক্ষ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ প্রতারিত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। শুক্রবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে, অভিযুক্ত যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে দফায়-দফায় জেরা করছে পুলিশ।

আরও পড়ুন- Dilip Ghosh Marriage: 'অনেকে ভাবছেন ইকো পার্কে হাঁটলেই বুঝি বিয়ে হয়!', রিঙ্কুর মন জিততে দিলীপ কী করেছেন জানেন?

অনলাইনে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। এ ব্যাপারে পুলিশের তরফেও বারবার সতর্কতামূলক নানা প্রচার চলে। অনলাইনে কোনও বিজ্ঞাপন দেখে সাড়া দেওয়ার আগে তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে পুলিশের সহযোগিতাও নিতে পারেন সাধারণ মানুষজন। তবে পুলিশের তরফে বারবার অনলাইনে প্রতারণা নিয়ে নানা সতর্কতামূলক প্রচার হলেও একাংশের মানুষজন যে এখনও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখছেন না, প্রতারণার এমন নতুন অভিনব কারবার ফাঁস হওয়ায় তা আরও একবার প্রমাণ হল।

Bengali News Today Arrested cyber crime