Advertisment

Cyclone Dana-Mamata Banerjee: ঘূর্ণিঝড় দানার দাপটে বাংলায় মৃত্যু, ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতার!

Cyclone Dana-Mamata Banerjee: ঘূর্ণিঝড় দানার বড়সড় প্রভাব পড়েছে এরাজ্যেও। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দানার প্রভাব সবচেয়ে বেশি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Cyclone Dana, West Bengal, Cyclone Dana Effects West bengal,Mamata Banerjee, ঘূর্ণিঝড় দানা, মমতা বন্দ্যোপাধ্যায়, দানা

Cyclone Dana-Mamata Banerjee: ঘূর্ণিঝড় দানার ব্যাপক প্রভাব এরাজ্যেও।

Cyclone Dana News Toady Updates: ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) ব্যাপক প্রভাব পড়েছে এরাজ্যেও। পশ্চিমবঙ্গের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে লন্ডভন্ড পরিস্থিতি। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতেই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। 'দানা'র হানায় রাজ্যে মৃত্যু, ভেঙেছে বাড়ি-ঘর, ফাটল বাঁধে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Advertisment

গতকাল রাতভর নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাতভর 'দানা' পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে গিয়েছেন তিনি। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে এরাজ্যে। তুমুল বৃষ্টি (Rainfall) দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। শুক্রবার সকাল থেকে কলকাতা শহরেও একনাগারে বৃষ্টি চলছে। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে-দিকে বৃষ্টির দাপট জারি।

কী বললেন মুখ্যমন্ত্রী?

"কৃষকদের ক্ষতি নিয়ে সমীক্ষা করতে হবে। ২ লক্ষ ১৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ম্যালেরিয়ার প্রকোপ সেখানে মশারি দিতে হবে। অনেক জায়গায় পলি জমে জল বেরোতে পারে না। কোথাও পলির কারণে জল জমে থাকলে সেটা জেলাশাসকদের দেখতে হবে।"

আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ল্যান্ডফল শেষেই অতি গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'দানা', বঙ্গে প্রবল দুর্যোগ আরও কতক্ষণ?

আরও পড়ুন- Cyclone Dana-Water logging in Kolkata: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে এক নাগাড়ে বৃষ্টি, কলকাতার দিকে-দিকে জল জমে বিরাট বিপত্তি!

কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?

ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন ছিলেন। ঘূর্ণিঝড় (Cyclone) পরবর্তী পরিস্থিতিও নিপুণ হাতে সামলাচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা NDRF এবং SDRF-এর কর্মীদের মোতায়েন রাখা হবে।

আরও পড়ুন- Cyclone Dana Updates: ঘূর্ণিঝড় দানার দাপটে ভয়ঙ্কর অবস্থা! গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের কী হাল জানেন?

আরও পড়ুন- Cyclone Dana Updates: প্রবল শক্তিতে ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়তেই বিরাট বিপত্তি, মন্দারমণিতে যা ঘটে গেল....!

এরই পাশাপাশি এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার হানায় এরাজ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে। বাড়িতে থাকা অবস্থায় ঘূর্ণিঝড়ের দাপটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee West Bengal Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment