Cyclone Dana News Toady Updates: ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) ব্যাপক প্রভাব পড়েছে এরাজ্যেও। পশ্চিমবঙ্গের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে লন্ডভন্ড পরিস্থিতি। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতেই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। 'দানা'র হানায় রাজ্যে মৃত্যু, ভেঙেছে বাড়ি-ঘর, ফাটল বাঁধে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
গতকাল রাতভর নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাতভর 'দানা' পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে গিয়েছেন তিনি। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে এরাজ্যে। তুমুল বৃষ্টি (Rainfall) দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। শুক্রবার সকাল থেকে কলকাতা শহরেও একনাগারে বৃষ্টি চলছে। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে-দিকে বৃষ্টির দাপট জারি।
কী বললেন মুখ্যমন্ত্রী?
"কৃষকদের ক্ষতি নিয়ে সমীক্ষা করতে হবে। ২ লক্ষ ১৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ম্যালেরিয়ার প্রকোপ সেখানে মশারি দিতে হবে। অনেক জায়গায় পলি জমে জল বেরোতে পারে না। কোথাও পলির কারণে জল জমে থাকলে সেটা জেলাশাসকদের দেখতে হবে।"
কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?
ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন ছিলেন। ঘূর্ণিঝড় (Cyclone) পরবর্তী পরিস্থিতিও নিপুণ হাতে সামলাচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা NDRF এবং SDRF-এর কর্মীদের মোতায়েন রাখা হবে।
এরই পাশাপাশি এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার হানায় এরাজ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে। বাড়িতে থাকা অবস্থায় ঘূর্ণিঝড়ের দাপটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।