Cyclone Dana-Water logging in Kolkata: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে এক নাগাড়ে বৃষ্টি, কলকাতার দিকে-দিকে জল জমে বিরাট বিপত্তি!
Cyclone Dana Updates: বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মাঝে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি বাংলাতেও।
Cyclone Dana-Water logging in Kolkata: শহর কলকাতার জল-ছবি। জলমগ্ন কলকাতার ছবিগুলি তুলেছেন শশী ঘোষ।
Cyclone Dana-Water logging in Kolkata: শক্তিশালী ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাব পড়ল শহর কলকাতাতেও। একটানা তুমুল বৃষ্টিতে জল থই থই তিলোত্তমা মহানগরী। কোথাও হাঁটু জল-কোথাও কোমর সমান জল জমে বিরাট বিপত্তি। দিকে দিকে গাড়ির গতি স্লথ। কাজের দিনে মহানগরীতে যানজট। তবে জমা জল সরানোর মরিয়া চেষ্টায় পুরসভার কর্মীরা। পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে জোরকদমে।
Advertisment
আশঙ্কা একটা ছিলই, সেই আশঙ্কায় অবশেষে সত্যি হয়েছে। ঘূর্ণিঝড় দানা আছডে পড়েছে ওড়িশার উপকূলে। তবে তার বড়সড় প্রভাব পড়েছে এ রাজ্যেও। উপকূলের জেলাগুলি ছাড়াও শহর কলকাতাতেও ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টি চলছে। একটানা বৃষ্টির জোরে কলকাতা শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
এদিকে নবান্ন থেকে গতকাল রাতভর 'দানা' পরিস্থিতির উপর নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই পাশাপাশি কলকাতা পুরসভায় রাতভর ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিদ্যুৎ ভবনে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এককথায় প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে দানা পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা শহরের যে এলাকাগুলিতে জল জমেছে সেখানে পাম্প বসিয়ে জল বের করার তীব্র প্রচেষ্টায় পুরসভার কর্মীরা। তাঁরা জানিয়েছেন, বৃষ্টির দাপট কমতে শুরু করলেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এগোবে। তবে বারবার ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে। দিকে-দিকে যানজট তৈরি হচ্ছে।