নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দিল্লি, ছাত্রীর উপর অ্যাসিড হামলা, পুলিশি ব্যার্থতার অভিযোগ

ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে অশোক বিহার এলাকার একটি কলেজের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে অশোক বিহার এলাকার একটি কলেজের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi-university-girl-acid-attack-ashok-vihar-safety-concerns

নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দিল্লি

প্রকাশ্য দিবালোকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে অশোক বিহার এলাকার একটি কলেজের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী যখন ক্লাসে যাচ্ছিলেন, তখনই বাইকে চড়ে এক যুবক ওই ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ে মারে। ছাত্রীটি আত্মরক্ষার চেষ্টা করলেও তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়। সৌভাগ্যক্রমে তার মুখ অক্ষত রয়েছে।

Advertisment

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোয় তাক লাগানো আলোর জাদু, কলকাতাকে বলে বলে গোল দিতে তৈরি চন্দননগর

 পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আরএমএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন,আপাতত ছাত্রীটির অবস্থা স্থিতিশীল। পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত যুবক  ছাত্রীর পূর্ব পরিচিত। অভিযুক্তের নাম জিতেন্দ্র। প্রায় এক মাস আগে ব্যক্তিগত বিবাদের জেরে তিনি ওই ছাত্রীকে হয়রানি শুরু করেন। অভিযোগ, রবিবার জিতেন্দ্র তার দুই বন্ধু ঈশান ও আরমানকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর উপর অ্যাসিড হামলা চালায়। 

Advertisment

হামলার পর তিনজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আশপাশের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে।এই ঘটনায় দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। জাতীয় ছাত্র ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI)-এর সভাপতি বরুণ চৌধুরী বলেন, “প্রকাশ্য দিবালোকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলা কেবল একটি অপরাধ নয়, প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ।” তিনি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, এনএসইউআই ভুক্তভোগীর পাশে রয়েছে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

অন্যদিকে,স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা প্রশাসনিক অসংবেদনশীলতা ও সরকারের ব্যর্থতার প্রতিফলন। এসএফআই-এর বক্তব্য, “রাজধানীর একটি মহিলা কলেজের সামনে প্রকাশ্যে  এই ধরনের হামলা প্রশাসনের চরম অবহেলার পরিচয়।”

আরও পড়ুন- ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে যৌন নির্যাতন, উত্তাল ব্রিটেন, জাতি বিদ্বেষের বহিপ্রকাশ?

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ঘটনাটিকে ‘নিন্দনীয় ও লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে এবং নিয়মিত পুলিশি টহল বাড়াতে হবে।

আরও পড়ুন-তৃণমূলের দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক, শুভেন্দুর বিরাট অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। কর্মকর্তাদের মতে, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে প্রযুক্তিগত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

delhi acid attack