Dilip Ghosh alleges that attempts are being made to turn West Bengal into Bangladesh: আবারও রাজ্য রাজনীতিতে প্রতিদিন চর্চায় থাকতে শুরু করেছেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাত:ভ্রমণে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন রামনবমী (Ramnavami) থেকে শুরু করে বাংলাদেশের পরিস্থিতি, অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, দলের সাংগঠনিক বদল সম্ভাবনা, ওয়াকফ বিল সহ একাধিক বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কী বললেন দিলীপ?
"পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। বাঙালিকে বোঝাতে হচ্ছে না। ওপার বাংলা থেকে দেখেই এপার বাংলার পরিণামে ভয় পাচ্ছে মানুষ। রামনবমীর শোভাযাত্রা হাতিয়ার হয়েছে। এখন তাই মানুষ পথে নামছেন। যে আটকানোর চেষ্টা করবে তার উপর দিয়ে হেঁটে যাবে মানুষ।"
অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গ:
"যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকে অর্জুন সিংয়ের পেছনে লেগে আছে। এস পি ৫৬ টি গাড়ি নিয়ে গিয়ে বাড়িতে হামলা চালিয়েছিল। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করতে হবে, এদিক-ওদিক করেন উনি, কর্মীরা বুঝতে পারে না। ওর নামে ১০০টা কেস আছে, সমন এসেছে আগে। কোর্টে তিনি লড়ছেন, বাকিটা পার্টি লড়বে।"
আরও পড়ুন- West Bengal News Live: তৃণমূলকর্মীকে গুলি করে খুন, রাতভর পার্টি অফিসের সামনেই পড়ে রইল দেহ
রামনবমী নিয়ে এত উৎসাহ বাড়ছে: দিলীপ
"এরা আটকাতে গিয়ে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। রাম মন্দিরের আন্দোলন শুরুর সময় থেকে রামনবমীর হাওয়া লেগেছে গোটা হিন্দু সমাজে। মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। রাম মন্দিরের সঙ্গে রামনবমী পালনের বিস্তার বাড়ছে। হিন্দু বিরোধী রাজনীতি যারা করছে তারা ভয় পাচ্ছে। তাই আটকানোর চেষ্টা করছে। কিন্তু এতে বিপরীত হতে পারে।"
আরও পড়ুন- Ramnavami: সামনেই রামনবমী, আগেভাগে বড়সড় পদক্ষেপ পুলিশ বিভাগে
ওয়াকফ বিল প্রসঙ্গ:
"এটা ওদের নীতি। মুসলিম তোষণের রাজনীতি হয়ে আসছে এতদিন। মুসলিম নেতা আর যে পার্টি এতদিন ধরে এটা করেছে তাদের লাভ হয়েছে সম্প্রদায়ের কোনও লাভ হয়নি। ১ লক্ষ ৪৮ হাজারের বেশি সম্পত্তি রয়েছে বাংলায়। কিন্তু তার কত সুবিধে পেয়েছে গরিব মুসলমান? গরিব মানুষের নাম করে তৃণমূল নেতারা এই সুবিধে নিচ্ছে।"
আরও পড়ুন- Kolkata Weather Today: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কবে থেকে? তালিকায় কোন কোন জেলায়?
পুলিশের ছুটি বাতিল নিয়ে তোপ:
"এত বড় ইভেন্ট হবে পুলিশকে সতর্ক থাকতে হবে। বাংলায় তো পুলিশের সংখ্যা কম বাড়ানো উচিত। যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকুক। হিন্দুরা জানে কীভাবে শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান করতে হয়। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃংখল। নিজেদের মতো উৎসব পালন করে। লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়। দুর্ঘটনা হয় না তো! জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে।"