Kolkata Doctor Rape-Murder Case: এবার আরজি কর কাণ্ডে অপরাধীদের বিচারের দাবিতে রাজ্যের চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স অভিযানে নামছেন। এর আগে জুনিয়র চিকিৎসকরা মিছিল করে সিজিও-য় গিয়েছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আরজি কর হাসপাতালে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে ধরনাতেও বসেছিল। এর আগে স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে এই সংগঠনের নেতৃত্বের বৈঠকও হয়েছিল। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই চিকিৎসকরা দাবি করেছিলেন। এবার মহামিছিল করে সিবিআই দফতরে যাচ্ছেন চিকিৎসকরা।
আগামিকাল, শনিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েষ্টবেঙ্গল এই মহামিছিলের ডাক দিয়েছে। ওই দিন বিকেল চারটে নাগাদ তাঁরা জমায়েত হবেন সল্টলেকে ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে। সেখান থেকে মিছিল করে চিকিৎসকরা যাবেন সিজিও কমপ্লেক্সে। গতকালও জুনিয়র চিকিৎসকরা কলকাতার রাস্তায় মিছিল করেছে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের ধরনা-অবস্থান জারি রয়েছে। এই ধরনা এখনই উঠছে না বলেও তাঁরা জানিয়ে দিয়েছে।
ডা. মানস গুমটা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "সারা রাজ্য থেকে কয়েক হাজার চিকিৎসক শনিবারের মহামিছিলে পা মেলাবেন। আমাদের দাবি, অভয়ার সমস্ত ধর্ষক-হত্যাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের শাস্তি। তাই আমরা এই পদযাত্রা করছি। আমরা মিছিল করে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাব। সেখানে যদি সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ থাকে তাহলে তাঁদের সঙ্গেও আমরা কথা বলব। তা নাহলে আমাদের কাছে যে সমস্ত নথিপত্র আছে তা আমার সিবিআইয়ের কাছে জমা দেয়ে আসব। শনিবার গণপ্রতিবাদের ঢেউ উঠবে।"
আরও পড়ুন- TMC: উত্তর-পূর্বের রাজনীতিতে সোনার উত্থান তৃণমূলের! মেঘালয়ের প্রধান বিরোধী দল জোড়াফুল
জুনিয়র চিকিৎসকরা টানা ২০ দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাঁদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদন জানানোর পদ্ধতি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এদিকে ধরনা মঞ্চ করে আরজি কর ইস্যুতে প্রতিবাদ করছে বিজেপি। এছাড়াও কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের সমর্থকরাও আরজি কর কাণ্ডের প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন মহানগরীতে।
আরও পড়ুন- মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পাতালপথে যাত্রা জমে ক্ষীর! ফাটাফাটি উদ্যোগ চর্চায়!
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছে। আদপে ছাত্র সমাজের নামে গেরুয়া শিবির এই আন্দোলনের ডাক দিয়েছে বলে অন্য রাজনৈতিক দলগুলি দাবি করেছিল। এই আন্দোলনে পুলিশের আক্রমণের প্রতিবাদে পরের দিন বুধবার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। এদিকে আগামী রবিবার, ১ সেপ্টেম্বর আরজি করের নিহত চিকিৎসকের বিচারের দাবিতে কলেজ স্ক্যোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন- পুজোয় উত্তরবঙ্গ? রেলের টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি