/indian-express-bangla/media/media_files/2025/10/16/bengal-governor-files-report-on-durgapur-gangrape-to-president-home-ministry-official-2025-10-16-07-33-08.jpg)
দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে বিরাট পদক্ষেপ রাজ্যপালের
দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। রাজভবনের এক আধিকারিক বুধবার জানান, রাজ্যপাল তাঁর রিপোর্টে ঘটনাটির বিশদ বিবরণ দেওয়ার পাশাপাশি নির্যাতিতা ও তাঁর বাবা-মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের বিশদ উল্লেখ করেছেন।
রাজভবন সূত্রে জানা গেছে, “দুর্গাপুর ঘটনার তদন্তে রাজ্যপালের পর্যবেক্ষণ সম্বলিত রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো হয়েছে। রিপোর্টের একটি প্রতিলিপি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে।” উল্লেখ্য দুর্গাপুরে যে মেডিকেল পড়ুয়া ধর্ষণের শিকার হয়েছেন তিনি ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।
আরও পড়ুন-দূরন্ত পুলিশি অভিযানে জালে ৪ বাংলাদেশি, কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ?
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল বলেন, নির্যাতিতার পরিবার তাঁদের মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, সেটিকে সম্মান জানানো উচিত। তিনি বলেন, “তাঁদের অনুভূতিকে বুঝতে হবে। এই সংকটের সময়ে এবং ভবিষ্যতে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া উচিত।”
এর আগে বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং দুর্গাপুর ঘটনার বিষয়ে নিজের পর্যবেক্ষণ তাঁকে জানান। রাজ্যপাল বলেন, “আজ বালেশ্বরের সাংসদ আমার সঙ্গে দেখা করে কিছু পরামর্শ দিয়েছেন। তবে বিষয়টি গোপন রাখাই শ্রেয়, তাই তা প্রকাশ করছি না।” তিনি আরও জানান, এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও একটি রিপোর্ট তিনি পেয়েছেন।
আরও পড়ুন-উদ্ধার জাল নোটের পাহাড়! দেওর-বৌদি'ই কী নাটের গুরু?
রাজ্যপাল সম্প্রতি দুর্গাপুরে গিয়ে নির্যাতিতা ও তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে, সাংসদ সারঙ্গি রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যাঁদের পুলিশ গ্রেপ্তার করেছে, তাঁরা আসল অপরাধী কিনা তা এখনও স্পষ্ট নয়। হয়তো আসল অপরাধীদের আড়াল করতে কিছু নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। তাই টেস্ট আইডেন্টিফিকেশন (TI) প্যারেড জরুরি।”
আরও পড়ুন-ফিল্মি কায়দায় ১৮ দিনের শিশুকে অপরহণের তিন ঘন্টার মধ্যে নাটকীয় উদ্ধার
উল্লেখ্য, দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া গত ১০ অক্টোবর রাতে এক পুরুষ সহপাঠীর সঙ্গে খাবার আনতে কলেজ চত্বরের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, তখনই কয়েকজন দুষ্কৃতি তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ওই পুরুষ সহপাঠীও রয়েছেন। ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আরও পড়ুন-'আমাদের সব ভেঙে গিয়েছে, ভুটানকেও সাহায্য করতে হবে', উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর