/indian-express-bangla/media/media_files/V9esbyzN4nNndYYpR9sx.jpg)
কল্যাণী আইটিআই মোড়ের দুর্গামণ্ডপ।
Kalyani ITI More Durga Puja 2024: গত কয়েক বছর ধরে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজো সাড়া ফেলে দিয়েছে গোটা বাংলায়। পুজোর দিনগুলিতে গত কয়েক বছর ধরেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন কল্যাণীর এই মণ্ডপে। তাক লাগানো মণ্ডপ আর তুফানি আলোকসজ্জায় বাংলার দুর্গাপুজোর মুকুটে যেন নয়া পালক যোগ করেছে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজো (Kalyani ITI More Durga Puja)। কল্যাণীর ভিড় সামাল দিতে রীতিমতো নাজেহাল দশা হয় পুলিশ থেকে শুরু করে অন্য নিরাপত্তাকর্মীদের। 'সুপারবিগ' বাজেটের এই পুজো দেখতে যাওয়ার দারুণ একটি নতুন রুট সম্পর্কেই বিশেষ এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হল।
শহর কলকাতার সঙ্গে এখন রীতিমতো টেক্কা দিচ্ছে কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো। এবছর আইটিআই মোড়ে পৌঁছলেই যেন মনে হবে থাইল্যান্ডে (Thailand) পৌঁছে গিয়েছেন। এবারও লাখো দর্শনার্থীদের ভিড় গম-গম করবে লুমিনাস ক্লাবের এই পুজোমণ্ডপ। থাইল্যান্ডের বিখ্যাত ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজোমণ্পটি।
শিয়ালদহ থেকে কীভাবে পৌঁছবেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর মণ্ডপে?
শিয়ালদহ নর্থ সেকশনে পৌঁছে যান। কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনে চেপে পড়ুন। চেষ্টা করবেন ট্রেনটি যেদিকে যাবে সেই দিকের প্রথম দিকের কামরাগুলোয় ওঠার। কারণ, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে সরাসরি স্টেশন থেকে বাইরে বেরোনোর সুবিধা পাবেন প্রথম দিকের কামরাগুলোয় উঠলে। কল্যাণী স্টেশনে যেন নামবেন না। নামুন তার পরের স্টেশন কল্যাণী ঘোষপাড়ায়। শিয়ালদা থেকে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে পৌঁছতে ট্রেনে সময় লাগে দেড় ঘন্টার মত।
পিছনে নামলে এগিয়ে যান স্টেশনের সামনের গেটের দিকে। নিচে নেমে আপনাকে রাস্তা ধরতে হবে মণ্ডপে যেতে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনি হেঁটেই পৌঁছে যেতে পারবেন পুজোমণ্ডপে। কল্যাণী লুমিনাস ক্লাবের উদ্যোগে এবছর ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের ধাঁচে দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন- Durga Puja 2024: হঠাৎই এই রাজবাড়ির পুজো বন্ধ হয়ে যায়, ফের চালুর নেপথ্যের গল্পটা আজও চর্চায়
আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর থিমে 'কুরুক্ষেত্র', সেরার সেরা চমক দিতে তৈরি জেলার এই পুজো
হাওড়া থেকে ফাটাফাটি একটি রুটে দ্রুত পৌঁছে যান কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো মণ্ডপে...
হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনে উঠে নেমে পড়ুন ত্রিবেণী স্টেশনে। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে ত্রিবেণী পৌঁছতে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটোয় চেপে চলে যান বাসস্ট্যান্ডে। এই বাসস্ট্যান্ড থেকেই কল্যাণীতে যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি-অটো পাওয়া যাবে। তবে চাইলে ত্রিবেণী স্টেশনের বাইরে থেকে টোটোও বুক করে নিতে পারবেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো দেখতে যাওয়ার জন্য। জন প্রতি টোটোয় ৫০ টাকা করে ভাড়া পড়বে। অথবা এই বাসস্ট্যান্ডে এলে এখান থেকেও ম্যাজিক গাড়ি কিংবা অটো পেয়ে যাবেন কল্যাণীর দিকে যাওয়ার জন্য। আইটিআই মোড়ে যেতে এক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি ২৫ টাকা করে।
আরও পড়ুন- Eastern Rail: অভূতপূর্ব! মসৃণ যাত্রী পরিষেবায় আরও এক ধাপ! দুরন্ত কীর্তির নতুন রেকর্ড রেলের