Durga Puja 2024: রাজ্যের অন্য জেলাগুলির পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও একের পর এক তাকলাগানো দুর্গাপুজোর আয়োজন হয় ফি বার। এবারও তার অন্যথা হয়নি। এবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিগ বাজেটের একাধিক দুর্গাপুজো হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, ধারেভারে জেলার একাধিক পুজো এবছর কলকাতার তাবড় দুর্গাপুজোকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি। পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হলদিয়া হাজরা মোড়ের মৈত্রীভূমি। এবছর এদের পুজো ৫৫ বছরে পা দিয়েছে।
হলদিয়ার মৈত্রীভূমির এবারের দুর্গাপুজোর থিম "কুরুক্ষেত্র"। বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল। জেলার যে কয়েকটি বিগ বাজেটের থিমের পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম "মৈত্রীভূমি"। প্রতি বছরই বিশ্ব বাংলা শারদ সম্মান পায় এই পুজো। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে হাজরা মোড় বাসস্ট্যান্ডেই রাস্তার ধারেই বিশাল মণ্ডপ এবারেও নজর কাড়ছে।
মৈত্রীভূমির সম্পাদক আশিস হাজরা জানান, প্রতি বছর তাঁরা সুন্দর-সুন্দর থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করেন। সেই সঙ্গে প্রতিমার দিকেও তাঁদের বাড়তি নজর থাকে। তিনি বলেন, "সারা বছর ধরে আমরা সমাজসেবামূলক নানা কাজ করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো হোক বা বৃক্ষ রোপণ, রক্তদান, স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প করা হয়। পুজোর কয়েকটা দিন লক্ষ-লক্ষ মানুষের সমাগম ঘটে। তাঁদের নিরাপত্তা দেওয়া ও তাঁরা যাতে সুষ্ঠুভাবে মণ্ডপে ঢুকে ঠাকুর দেখতে পারেন সেদিকেও আমাদের নজর থাকে।"
আরও পড়ুন- Kolkata Metro-Durga Puja 2024: পুজোয় মেট্রোয় চড়ে ঠাকুর দেখার উৎসাহ আরও বাড়বে, ফাটাফাটি বন্দোবস্তের ঢালাও প্রশংসা!
আরও পড়ুন- Eastern Rail: অভূতপূর্ব! মসৃণ যাত্রী পরিষেবায় আরও এক ধাপ! দুরন্ত কীর্তির নতুন রেকর্ড রেলের
আরও পড়ুন- Abhishek Banerjee: অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, পুলিশি হেফাজতে দুই তরুণীকে 'বেধড়ক মারধরে' CBI নির্দেশ
পুজোর থিম 'কুরুক্ষেত্র' কেন? উত্তরে ওই ব্যক্তি জানিয়েছেন, প্রাচীন কালের কুরুক্ষেত্রের যুদ্ধ আর বর্তমান প্রেক্ষাপটকে এই থিমের মাধ্যমে তাঁরা তুলে ধরতে চেয়েছেন। দুর্গাপুজোর দিনগুলিতে প্রতি বছরের মতো এবারও তাঁদের মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী তিনি।