Eastern Railway:উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! উত্তরবঙ্গ বেড়ানোয় দারুণ সুবিধা! জানুন বিশদে!

Puja Special Train: প্রতিবার উৎসবের মরশুমে যাত্রীদের বিপুল চাপ সামলাতে স্পেশাল ট্রেন চালায় রেল। এবারও উৎসবের মরশুম শুরুর মুখেই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা হল।

Puja Special Train: প্রতিবার উৎসবের মরশুমে যাত্রীদের বিপুল চাপ সামলাতে স্পেশাল ট্রেন চালায় রেল। এবারও উৎসবের মরশুম শুরুর মুখেই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা হল।

author-image
Joyprakash Das
New Update
RRB Recruitment Notification 2025: রেলে গ্রুপ-ডি বিভাগে বিপুল নিয়োগ

প্রতীকী ছবি।

Eastern Railway-Puja Special Train:আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট-এর সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং কলকাতা ও লালকুঁয়ার মাঝে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলি দারুণ কার্যকর ভূমিকা নেবে বলে মনে করছেন রেলকর্তারা। এই পুজো উৎসবের বিশেষ ট্রেনগুলি অতিরিক্ত ৩৬,৫৬০টি বার্থের সুবিধা দেবে।

Advertisment

০৩১২৯ কলকাতা - নিউ জলপাইগুড়ি পূজা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার ২৮.০৯.২০২৫ থেকে ৩০.১১.২০২৫ (১০টি ট্রিপ) কলকাতা থেকে ছেড়ে পরের দিন ১০:৪৫ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। একইভাবে ০৩১৩০ নিউ জলপাইগুড়ি - কলকাতা পূজা স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার ২৯.০৯.২০২৫ থেকে ০১.১২.২০২৫ (১০টি ট্রিপ) নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরের দিন ০০:৪০ টায় কলকাতা পৌঁছাবে। 

আরও পড়ুন- West Bengal News live updates:ছেলেকে জড়িয়ে কান্না কোর্ট-লকআপে, নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহার ৬ দিনের জেল হেফাজত

Advertisment

এই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন- Second Hooghly Bridge closure:দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে? বিকল্প কোন পথে যাবে গাড়ি?

একইভাবে ০৫০৬০ লালকুঁয়া – কলকাতা পূজা স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার (২৫.০৯.২০২৫ ব্যতীত) ৪.০৯.২০২৫ থেকে ১৩.১১.২০২৫ (১০টি ট্রিপ)-এর মধ্যে লালকুঁয়া থেকে দুপুর ১:৩৫ মিনিটে ছেড়ে পরের দিন ২৩:৫৫ মিনিটে কলকাতা পৌঁছাবে। 

০৫০৫৯ কলকাতা – লালকুঁয়া পূজা স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার (২৭.০৯.২০২৫ ব্যতীত) ৬.০৯.২০২৫ থেকে ১৫.১১.২০২৫ (১০টি ট্রিপ)-এর মধ্যে বিকেল ৫:০০ মিনিটে কলকাতা ছেড়ে পরের দিন দুপুর ১:৪৫ মিনিটে লালকুঁয়া পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের ৩৩টি স্টেশনে থামবে, যার মধ্যে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশন রয়েছে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন- Mahua Moitra:'স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত', মহুয়ার মন্তব্যে তোলপাড়

এরই পাশাপাশি ০৩১২৯ কলকাতা - নিউ জলপাইগুড়ি পূজা স্পেশাল এবং ০৫০৫৯ কলকাতা - লালকুঁয়া পূজা স্পেশাল টিকিট বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে।

Durgapuja special train Eastern Railway