Advertisment

HMPV virus protection: 'আতঙ্কে নয় সতর্ক থাকুন! ট্রায়াল রান করুক সরকার', HMPV ভাইরাস নিয়ে সওয়াল বিশিষ্ট চিকিৎসকের

HMPV precautions: করোনার পর এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে HMPV ভাইরাস। তবে এই ভাইরাস নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই বলেই মত বিশিষ্ট চিকিৎসকদের।

author-image
Joyprakash Das
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

HMPV virus: প্রতীকী ছবি।

HMPV cases in India: আতঙ্কে নয় সতর্ক থাকুন, HMPV ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষেই সওয়াল এরাজ্যের চিকিৎসকদেরও। সেই সঙ্গে সরকারকেও একটা 'ট্রায়াল রান' করে নিতে বার্তা বিশিষ্ট চিকিৎসক তথা অ্যসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ মানস গুমটার। 

Advertisment

দেশে অন্তত ১০ জন শিশুর শরীরে মিলেছে HMPV ভাইরাস। শহর কলকাতাতেও HMPV ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। এই ভাইরাসটি নিয়ে স্বাভাবিকভাবে করোনার (Coronavirus) পর আবারও নতুন করে একটি উদ্বেগ তৈরি হয়েছে এ কথা সত্য। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফেও সমস্ত রাজ্যকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংক্রমণ পরিস্থিতির ওপরেও কড়া নজরদারি রাখতে বিশেষ টিম তৈরিরও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি HMPV ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। তবে বিশিষ্ট চিকিৎসকরা বারবার বলছেন, এই ভাইরাস নতুন কোনও ভাইরাস নয়। বছরের পর বছর ধরে এই ভাইরাস আমাদের দেশে রয়েছে। স্বাভাবিকভাবে বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। অন্যান্য আর পাঁচটা ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি। তাই HMPV ভাইরাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে মঙ্গলবারেও জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)।

আরও পড়ুন- West Bengal News Live Updates: পাচারের আগেই প্রচুর সোনা উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে, BSF-এর জালে বাংলাদেশি

Advertisment

বিশিষ্ট চিকিৎসক তথা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের জেনারেল সেক্রেটারি চিকিৎসক মানস গুমটাও এই একই কথা বলেছেন। অযথা এই ভাইরাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে স্পষ্ট করেছেন ডঃ গুমটা। তাঁর কথায়, "এটা মারাত্মক কিছু কোনও দিনও ছিল না। এটা একদমই সাধারণ ফ্লুয়ের মতো। এটা নিয়ে দুশ্চিন্তার কারণ এখনই নেই। এর ভাইরাল প্রোফাইল করা হলে তবেই বোঝা যাবে এটা কতটা সংক্রমিত হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে আমাদের মনে হয়েছে, কোনও একটা উদ্দেশ্য নিয়েই আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই। সতর্ক থাকা ভালো। দূরত্ব বজায় রাখুন, হাঁচি-কাশি হলে মাস্ক পরে থাকুন। নিয়মিত হাত ধুতে হবে। যে কোনও ভাইরাল ইনফেকশন হাঁচি-কাশির মাধ্যমেই ছড়িয়ে পড়ে।"

আরও পড়ুন- West Bengal Weather: পৌষ শেষে নামছে পারদ, দিন কয়েকেই ভয়াল শীতে কাঁপবে বাংলা?

সেই সঙ্গে সরকারকেও ট্রায়াল রানের পরামর্শ বিশিষ্ট এই চিকিৎসকের। ডঃ গুমটা বলেন, "এটা নিয়ে আতঙ্কিত হবেন না। ফ্লু বেড, ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরি রাখতে হবে। সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে সরকারকে। যে কোনও মহামারী, অতিমারী নিয়ে সরকারকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। এক কথায় সরকারকে ট্রায়াল রান করে রেডি থাকতে হবে। সরকারকেও বলব, বিপদ এড়াতে আগে থেকে প্রস্তুতি নিন।"

আরও পড়ুন- Malda News: গোষ্ঠীদ্বন্দ্বেই খুন দুলাল সরকার? মালদায় তৃণমূল নেতা খুনে দলেরই অপর নেতা গ্রেপ্তার

Bangla News news of west bengal news in west bengal Bengali News Today HMPV virus in India
Advertisment