দেড় ঘণ্টার অপেক্ষাতেও এল না অ্যাম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েও মা ডাক আর শোনা হল না, মুহূর্তেই সব শেষ

রেফার করার পর টানা দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা। ফোনের পর ফোন। তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স! শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা।

রেফার করার পর টানা দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা। ফোনের পর ফোন। তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স! শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা।

author-image
Gopal Thakur
New Update
cats

মর্মান্তিক........

দেড় ঘণ্টা অপেক্ষা, তবু এলো না এম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েই অকাল মৃত্যু বছর ২৫-এর গৃহবধূর! ফরাক্কা ব্লক হাসপাতালে তুলকালাম। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- 'অনুরোধ করব রাতে না বেরোতে', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

রেফার করার পর টানা দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা। ফোনের পর ফোন। তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স! শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর  কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫)। তার বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে।

Advertisment

আরও পড়ুন-'বাংলা এখন ধর্ষকদের স্বর্গরাজ্য',দুর্গাপুর গণধর্ষণ নিয়ে মমতা সরকারকে বেনজির আক্রমণ

পরিবারের অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় ফারাক্কার প্রাথমিক ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।  ওঠে। হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর শুরু হয় অপেক্ষা—একবার নয়, বারবার ফোন করা হয় ১০২ নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে। দেড় ঘণ্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু না, অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের। 

আরও পড়ুন-গোষ্ঠীকোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য, ভোটের আগে বোমা ফাটালেন দাপুটে টিএমসি বিধায়ক

নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, “সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময়মতো না আসে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা।” ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার আই সি নীলোৎপল মিশ্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা  ব্লক প্রাথমিক হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ই মা দুর্গা, মা লক্ষ্মী”, আর বিরোধীদের কী বললেন কুনাল?

এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মাকে হারাল। প্রশ্ন উঠছে— সরকারি ব্লক প্রাথমিক হসপিটালে সময়মতো অ্যাম্বুলেন্স পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের অভিযোগ, শুধু ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই ১০২ নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতির বিষয়টা সামনে আসছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আমজনতা। পরে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

Murshidabad