ছট পুজোর আগেই খুশির খবর, সোনার দাম কমল ৫,২৪০ টাকা! রূপোর দামেও রেকর্ড পতন

সামনেই বিয়ের মরসুম। তার আগে হুড়মুড়িয়ে কমল সোনার দাম। রিপোর্ট অনুসারে এক সপ্তাহে সোনার দাম ৫,২৪০ টাকা কমেছে। চলুন জেনে নেওয়া যাক আজ ২৬ অক্টোবর রবিবার, আপনার শহরের সর্বশেষে সোনার দর।

সামনেই বিয়ের মরসুম। তার আগে হুড়মুড়িয়ে কমল সোনার দাম। রিপোর্ট অনুসারে এক সপ্তাহে সোনার দাম ৫,২৪০ টাকা কমেছে। চলুন জেনে নেওয়া যাক আজ ২৬ অক্টোবর রবিবার, আপনার শহরের সর্বশেষে সোনার দর।

author-image
IE Bangla Web Desk
New Update
gold-silver-price-update-india-october-2025

সামনেই বিয়ের মরসুম। তার আগে হুড়মুড়িয়ে কমল সোনার দাম।

সামনেই বিয়ের মরসুম। তার আগে হুড়মুড়িয়ে কমল সোনার দাম। রিপোর্ট অনুসারে এক সপ্তাহে সোনার দাম ৫,২৪০ টাকা কমেছে। চলুন জেনে নেওয়া যাক আজ ২৬ অক্টোবর রবিবার, আপনার  শহরের সর্বশেষে সোনার দর। 

Advertisment

ভারতের বাজারে সোনা ও রূপার দাম উল্লেখযোগ্যভাবে ওঠানামা করছে। এতে করে গ্রাহকদের মধ্যে সোনা কেনা ও বিনিয়োগ ঘিরে দানা বেঁধেছে  চরম অনিশ্চয়তা। তবে যারা সামনেই নিজের বা আত্মীয় স্বজনদের বিয়ের অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের বেশি দেরি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- জোর প্রস্তুতি, বিহারের পর এবার নজরে বাংলা, কবে থেকে শুরু SIR? যে কোন সময়েই বিজ্ঞপ্তি জারি

Advertisment

দীপাবলির পর থেকে সোনার দর হুহু করে কমেছে। দিওয়ালির আগে ২৪ ক্যারাট সোনার দাম ৫,৭৮০ টাকা বেড়েছিল। তবে গত এক সপ্তাহে দামের উল্লেখযোগ্য দর পতন গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েছে। ধনতেরাসের দিন অর্থাৎ ১৮ অক্টোবর থেকে সোনার দাম ক্রমাগত কমছে।

দিল্লিতে সোনার দাম কমায় গ্রাহকদের মধ্যে খুশির হাওয়া। ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,৭৭০ টাকা। অপরদিকে  ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৫,৩০০ টাকা। 

আরও পড়ুন- অপরাধীদের স্বর্গরাজ্য বাংলা? কালনার ঘটনায় শিউরে উঠবেন, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

মুম্বই, চেন্নাই ও কলকাতার মতো বড় শহরেও সোনার দাম কমেছে। এই শহরগুলোতে ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৫,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম  ১,২৫,৬২০ টাকা। হায়দরাবাদেও ২২ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম  ১,১৫,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা  প্রতি ১০ গ্রামে ১,২৫,৬২০ টাকায় বিক্রি হচ্ছে। 

আরও পড়ুন-সপ্তাহের প্রথম দিনেই মেট্রো পরিষেবায় কাটছাঁট, সময় সূচীতেও বিরাট রদবদল, কেন এমন সিদ্ধান্ত?

জয়পুরে ২২ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,১৫,৩০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম  ১,২৫,৭৭০ টাকা। ভোপালে ২২ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম  ১,১৫,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,৬৭০ টাকা। লখনউতে ২২ ক্যারাট সোনা, প্রতি ১০ গ্রামের দাম  ১,১৫,৩০০ টাকা। এবং ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,৭৭০ টাকা।

আরও পড়ুন- ডেঙ্গুতে একই পরিবারের ২ সদস্যের মৃত্যু, শীতের আগে চরম উদ্বেগে কলকাতার বাসিন্দারা

রূপার দামও গত সপ্তাহে কমেছে, আজ ২৬ অক্টোবর ২রূপার দাম প্রতি কেজি ১,৫৫,০০০ টাকা হিসেবে রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে রূপার দাম প্রায় ১৭,০০০ টাকা কমেছে।  

Gold Price Today Gold Prices