মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিল... রাস্তায় চাপ চাপ রক্ত, হাসপাতালে হাহাকার, আর্তনাদ, স্তূপাকৃতি দেহ

সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা।

উৎসব আবহে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল পাঁচজনের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে ৬যুবক-যুবতী বিশেষ কোনও কাজে গুরুগ্রামে এসেছিলেন। ভোর  ৪টে ৩০ মিনিট নাগাদ ৯ নং জাতীয় সড়কে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

Advertisment

আরও পড়ুন- মর্মান্তিক! দুর্গা ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পরপর মৃত্যু! আর্তনাদ, হাসপাতালে হাহাকার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকলেই একটি মাহিন্দ্রা থার গাড়িতে ছিলেন। হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং উলটে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ যুবক এবং তিন তরুণীর। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- দিঘার কাছেই কোলাহলহীন অপরূপ সাগর পাড়! অসাধরাণ এপ্রান্তে প্রাণের স্বস্তি, মনের আরাম!

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ! হাজার-হাজার শূন্যপদে চাকরির বড় ঘোষণা

প্রত্যক্ষদর্শীদের মতে, দিল্লি থেকে রোহতকের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল থার গাড়িটি। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সরাসরি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য জাতীয় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যদিও দ্রুতই পুলিশ গাড়িটি সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আরও পড়ুন- হাড়হিম কাণ্ড! উদ্ধার মা ছেলের গলাকাটা দেহ, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

Road Accident