Malda News: গঙ্গাজলে শুদ্ধিকরণ, ছবিতে জুতোর বাড়ি! শিক্ষাঙ্গনে চাঞ্চল্য, হুলস্থূল

Malda News: শিক্ষাঙ্গনে চাঞ্চল্য! মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে এক অধ্যক্ষকে হুমকি, হেনস্থা ও অপমানের অভিযোগে এবার প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ।

Malda News: শিক্ষাঙ্গনে চাঞ্চল্য! মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে এক অধ্যক্ষকে হুমকি, হেনস্থা ও অপমানের অভিযোগে এবার প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ।

author-image
Madhumita Dey
New Update
harishchandrapur-college-protest-tmc-student-leader-threat

গঙ্গাজলে শুদ্ধিকরণ, ছবিতে জুতোর বাড়ি! শিক্ষাঙ্গনে চাঞ্চল্য, হুলস্থূল

Malda News:  শিক্ষাঙ্গনে চাঞ্চল্য! মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে এক অধ্যক্ষকে হুমকি, হেনস্থা ও অপমানের অভিযোগে এবার প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ। ঘটনায় অভিযুক্ত ব্লক সভাপতি বিমান ঝার বহিষ্কারের দাবিতে বুধবার কলেজ চত্বরে বিক্ষোভ, গঙ্গাজলে শুদ্ধিকরণ এবং দেওয়ালে তার ছবিতে জুতো মারেন তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় ইউনিটের ছাত্ররা।

 কী ঘটেছিল?

Advertisment

গত শুক্রবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন, চাঁচল কলেজের এক ছাত্রকে হাতে-নাতে টুকলি করতে ধরেন কর্তব্যরত অধ্যাপক। দশ মিনিট ধরে খাতা আটকে রাখার কারণ জানতে, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝা কলেজে এসে অধ্যক্ষকে হুমকি দেন বলে অভিযোগ। সঙ্গে ছিল তার দলবল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, আতঙ্ক ছড়ায় গোটা কলেজ চত্বরে।

প্রতিবাদে গঙ্গাজল, জুতোর বাড়ি 

এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হরিশ্চন্দ্রপুর ইউনিটের একাংশের সদস্যরা কলেজের অধ্যক্ষের পাশে দাঁড়ান। কলেজ চত্বর ও অধ্যক্ষের ঘর গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেন। দেওয়ালে বিমান ঝার ছবি সাঁটিয়ে তাতে জুতো মারেন। বিক্ষোভকারীরা বলেন, বিমান ঝা এর আগেও মাটি চুরি, পুলিশকে মারধর সহ একাধিক অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হোক।

বিজেপির কটাক্ষ ও প্রশ্ন

Advertisment

এই ঘটনা ঘিরে উত্তাল রাজনীতি । বিজেপি নেতা রুপেশ আগরওয়াল বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানেও টুকলিতে বাধা দিলে শাসক দলের নেতারা হুমকি দিচ্ছে। অধ্যক্ষকে হুমকি দিয়ে যে দাদাগিরি হয়েছে, সেটাই প্রমাণ করে প্রশাসনের দুর্বলতা।”

তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, “অভিযোগ আগেও উঠেছে, দল বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে।” 

Malda