/indian-express-bangla/media/media_files/2025/04/28/mVOKmMQXOYqBDL1pb1p7.jpg)
পহেলগাঁও আবহে রাহুল ঘনিষ্ঠ সাংসদের 'পাক যোগ' প্রশ্নে তোলপাড় ফেললেন
Himanta Biswa Sarma On Gaurav Gogoi: পহেলগাঁও হামলায় (Pahalgam terror attack) ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর তলানিতে ভারত-পাকিস্তান সম্পর্ক। সন্ত্রাসের কোমর ভেঙে দিতে মোদীর পাশে থাকার বার্তা দিয়েছে দেশের সবকটি রাজনৈতিক দল। এর মাঝেই কংগ্রেস সাংসদের পাকিস্তান যোগ টেনে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর আক্রমণ শানান মোদী ঘনিষ্ঠ বিজেপির হেভিওয়েট নেতা। যাকে কেন্দ্র চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। "আপনার স্ত্রী কি পাকিস্তানি এনজিও থেকে বেতন পান? আপনি কি টানা ১৫ দিন পাকিস্তানে ছিলেন" মোদী ঘনিষ্ঠের একের পর এক প্রশ্নে প্রবল অস্বস্তিতে কংগ্রেস সাংসদ।
ভয়াবহ অগ্নিকাণ্ড কাড়ল ২ নিষ্পাপ শিশুর প্রাণ! বুক ফাটা কান্না, হাহাকার, শোকে পাথর এলাকাবাসী
⸻
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 27, 2025
Questions for the Hon’ble Member of Parliament from the Congress Party:
1.Did you visit Pakistan for a continuous period of 15 days? If so, could you kindly clarify the purpose of your visit?https://t.co/a83u47Zq6L it true that your wife continues to receive a salary from a…
কংগ্রেস সাংসদ তথা লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈয়ের বিরুদ্ধে পাক যোগের মারাত্মক অভিযোগে তোলপাড় ফেললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুই হেভিওয়েটের মধ্যে তুমুল বাকযুদ্ধে দিনভর উত্তাল সোশ্যাল মিডিয়া। চলল অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা।
I would like to clarify that neither I nor my son and daughter have ever visited Pakistan. Furthermore, my wife and our entire family would never even think of accepting any salary or financial support from Pakistan.
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 27, 2025
All members of my family, including my wife, son, and daughter,… https://t.co/7seOlw2WaZ
অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার নিশানায় লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। রবিবার (২৭ এপ্রিল) হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে কংগ্রেস সাংসদের ১৫ দিনের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি তাঁর করা পোস্টে তিনি লেখেন, "আপনি কি টানা ১৫ দিন পাকিস্তানে ছিলেন? আপনার স্ত্রী কি প্রতিবেশী দেশের এনজিও থেকে বেতন পান?" একই সঙ্গে গৌরব গগৈর স্ত্রী ও সন্তানদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
"সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের", হুঙ্কার ছুঁড়লেন অভিষেক
মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে গৌরব গগৈ পাল্টা আক্রমণ করলেন
এদিকে এই অভিযোগের পরই অসমের মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস সাংসদ X-এ এক পোস্টে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রশ্ন রাখেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, "যদি আপনি আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে শত্রু দেশের এজেন্ট হওয়ার অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি কি আপনার পদত্যাগ করবেন তো? পাশাপাশি তিনি প্রশ্ন করেন, "রাজ্য পুলিশ কি কয়লা মাফিয়াদের সঙ্গে যুক্ত লোকদের গ্রেপ্তার করবে, যারা অসমের পাহাড় ধ্বংস করছে এবং কোটি কোটি টাকার অঘোষিত সম্পদ অর্জন করছে?"
'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?
Questions for the Hon’ble Chief Minister of Assam
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) April 27, 2025
1) Will you resign if you fail to prove your allegations of me and my wife being agents of an enemy country ?
2) Will you take questions on your own children and wife ?
3) Will the state police arrest those linked to coal mafia… https://t.co/KEhs4h9M1R
কংগ্রেস সাংসদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, "আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি বা আমার ছেলে এবং মেয়ে কেউই কখনও পাকিস্তান ভ্রমণ করিনি। এ ছাড়া, আমার স্ত্রী এবং আমার পুরো পরিবার কখনও পাকিস্তান থেকে কোনও ধরণের বেতন বা আর্থিক সহায়তা নেওয়ার কথা ভাববে না। আমার স্ত্রী, ছেলে এবং মেয়ে সহ আমার পরিবারের সকল সদস্য ভারতের নাগরিক এবং আমার সন্তানরা কখনও তাদের ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেনি।" তিনি আরও লিখেছেন, "এখন আপনার প্রতিক্রিয়া জানানোর পালা। ১০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অপেক্ষা করুন।"