বিজেপি শাসিত রাজ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ, মৃত্যুর ঘটনায় হুলস্থূল, পুলিশ কর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার ১

মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনে এক তরুণী চিকিৎসকের আত্মহত্যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনে এক তরুণী চিকিৎসকের আত্মহত্যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
মহারাষ্ট্র আত্মহত্যা, মহিলা চিকিৎসক মৃত্যু, ফলটন হাসপাতাল, প্রশান্ত বাঙ্কার গ্রেপ্তার, গোপাল বাদানে ধর্ষণ অভিযোগ, সাতারা জেলা খবর, doctor suicide maharashtra, woman doctor case, police investigation

বিজেপি শাসিত রাজ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ, মৃত্যুর ঘটনায় হুলস্থূল, পুলিশ কর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ

মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনে এক তরুণী চিকিৎসকের আত্মহত্যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মহত্যার আগে বাঁ হাতের তালুতে নিজের দেওয়া শেষ বার্তা লিখে গিয়েছিলেন তিনি। সেই বার্তায় দু’জনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের মত গুরুতর অভিযোগ আনেন ওই তরুণী চিকিৎসক। এরপরই দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়।

Advertisment

মাত্র ৬ ঘণ্টায় কলকাতা to বারাণসী! ৬২০ কিমি এক্সপ্রেসওয়ে, ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প

বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নও তোলেন। মৃত ওই তরুণীর সুইসাইড নোট থেকে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন হলেন এসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক, যাঁর বিরুদ্ধে ওই চিকিৎসককে ৫ মাসের মধ্যে চারবার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে । অপরজন হলেন বাড়িওয়ালার ছেলে, তার বিরুদ্ধেও টানা পাঁচ মাস ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ করেন মৃতা চিকিৎসক। 

Advertisment

ইংরেজ আমলে বারুইপুরের নীল চাষের ইতিহাস, কৃষক শোষণ ও বিদ্রোহের প্রেক্ষাপট

সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত বাঙ্কারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী চিকিৎসক নিজের হাতের তালুতে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। সেই নোটে তিনি দুই পুলিশকর্মী এবং বাড়িওয়ালার ছেলের  বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ আনেন। বৃহস্পতিবার রাতে ই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি হোটেল  থেকে। সুইসাইড নোটে তিনি সাব-ইন্সপেক্টর গোপাল বাদানের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন। পাশাপাশি অভিযুক্ত প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত বাঙ্কার সেই বাড়ির মালিকের ছেলে, যেখানে ওই চিকিৎসক ভাড়া থাকতেন। আত্মহত্যার আগে তাঁর সঙ্গে ফোনে কথাও হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পুলিশ  উভয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা করেছে। জানা গিয়েছে এই ঘটনায় প্রশান্ত বাঙ্কারকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাব-ইন্সপেক্টর গোপাল বাদানেকে বরখাস্ত করা হয়েছে।

'ED-কে দিয়ে জীবনকৃষ্ণকে গ্রেফতার করিয়েছেন জেলা সভাপতি', বোমা ফাটালেন হুমায়ুন

 পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে গোটা মহারাষ্ট্র জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন সহকর্মী চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। ফলটন সিটি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রশান্ত বাঙ্কারকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাব-ইন্সপেক্টর গোপাল বাদানেকে আপাতত ক্লোজ করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত চলছে এবং আরও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে"।

Murder rape Maharastra