Kolkata Metro Holi Schedule: দোলেও ছুটবে মেট্রো, তবে সময়সূচি না জানলে দুর্ভোগে পড়তে পারেন

Kolkata Metro Holi Schedule and Timing 2025: কলকাতা মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় খবর। যাত্রীদের হয়রানি এড়াতে আগেভাগে এব্যাপারে রীতিমতো বিবৃতি জারি করে তথ্য দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Metro Holi Schedule 2025: Check 14 March Metro KMRCL Schedule, Service update and Timing Changes, Morning service Suspended for all lines: দোল, হোলি ২০২৫, কলকাতা মেট্রো, দোলে মেট্রোর সময়সূচি

Kolkata Metro Holi Schedule: দোলের দিন কলকাতা মেট্রোরেলের সময়সূচি।

Delhi Metro Holi New Timing: শুক্রবার দোল (Dol)। দোলের দিন অর্থাৎ ১৪.০৩.২০২৫ (শুক্রবার) কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে মেট্রোর ২৬২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা (৩০টি ইউপি + ৩০ ডিএন) মিলবে। ওই দিন, এই রুটে পরিষেবাগুলি দোলের দিন দুপুর ২.৩০ টা থেকে শুরু হবে।

Advertisment

প্রথম পরিষেবা:

নোয়াপাড়া থেকে কবি সুভাষ (০৬.৫০ টার পরিবর্তে) দুপুর ২টা ৩০ মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (০৬.৫০ টার পরিবর্তে) দুপুর ২টা ৩০ মিনিটে

Advertisment

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (০৬.৫৫ টার পরিবর্তে) দুপুর ২টা ৩০ মিনিটে

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (০৭:০৪ টার পরিবর্তে) দুপুর ২টা ৩০ মিনিটে

দোলের দিন কলকাতা মেট্রোর এই রুটে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, দোল পূর্ণিমার দিনে অর্থাৎ ১৪.০৩.২০২৫ (শুক্রবার) তারিখে মেট্রোর গ্রিন লাইন-২ এর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৩০টি পরিষেবার পরিবর্তে মেট্রো ৪২টি পরিষেবা (এসপ্ল্যানেড থেকে ২১টি এবং হাওড়া ময়দান থেকে ২১টি) মিলবে। ওই দিন, এই রুটে পরিষেবাগুলি বিকেল ৩টা থেকে শুরু হবে। এই পরিষেবাগুলি ১৫ মিনিটের ব্যবধানে উপলব্ধ থাকবে।

আরও পড়ুন- AC Local Train: গ্রাম বাংলার বুক চিরে ছুটবে AC লোকাল ট্রেন, বঙ্গবাসীর 'স্বপ্ন সফরে' গ্যাঁটের কড়ি খসবে কত?

আগামিকাল দোলের দিন কলকাতা মেট্রোরেলের গ্রিন লইন-১-এর শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মোট ২২টি পরিষেবা (শিয়ালদহ থেকে ১১টি পরিষেবা এবং সল্টলেক সেক্টর ভি থেকে ১১টি পরিষেবা) ১০৬টি পরিষেবার পরিবর্তে মিলবে। এই পরিষেবাগুলিও বিকাল ৩টা থেকে শুরু হবে এবং ৩০ মিনিটের ব্যবধানে উপলব্ধ থাকবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন-২ এর স্ট্রেচ

আরও পড়ুন- Business Ideas: কম পুঁজিতেই বাজিমাত! দিনে-দিনে এ গাঁয়ে বাড়ছে 'রোজগেরে গিন্নি'ও

প্রথম পরিষেবা: 

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৩টায় (০৭.০০ টার পরিবর্তে)

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৩টায় (০৭.০০ টার পরিবর্তে)

শেষ পরিষেবা: 

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাত ২০.০০ টায় (২১.৪৫ টার পরিবর্তে)

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ২০.০০ টায় (২১.৪৫ টার পরিবর্তে)

সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত গ্রিন লাইন-১ এর স্ট্রেচ

আরও পড়ুন- West Bengal News Live: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদের, তৃণমূল-যোগ জল্পনার সোজাসাপ্টা জবাব

প্রথম পরিষেবা: 

সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত ৩টায় (০৭.০৫ টার পরিবর্তে)

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ৩টায় (০৬.৫৫ টার পরিবর্তে)

শেষ পরিষেবা:

সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত রাত ২০.০০ টায় (২১.৪০ টার পরিবর্তে)

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ২০.০০ টায় (২১.৩৫ টার পরিবর্তে)

দোলের দিন অর্থাৎ আগামী শুক্রবার ১৪.০৩.২০২৫ তারিখে কলকাতা মেট্রোরেলের অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে কোনও পরিষেবা মিলবে না।

kolkata metro Bengali News Today Metro Dol news in west bengal news of west bengal