Kolkata Metro:বড়দিনে (Christmas) বাম্পার পরিষেবা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় উপচে পড়া ভিড় থাকে। সেকথা বিবেচনা করেই সকলের সুবিধার জন্য ক্রিসমাস, মেট্রোর ব্লু লাইনে গভীর রাতেও মিলবে পরিষেবা।
ব্লু লাইন:
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০.৫৩ মিনিটে। আগামিকাল বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্তও ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। আগামিকাল মেট্রোর ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সকাল ৬.৫০ মিনিটে। আপ ও ডাউন মিলিয়ে মোট ২২৪টি ট্রেন আগামিকাল চালাবে কলকাতা মেট্রো।
প্রথম পরিষেবা:-
সকাল ৬.৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
সকাল ৬.৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬.৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬.৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- West Bengal News Live: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে জ্যোতিপ্রিয়র CA সহ ৩
আরও পড়ুন- Bandel News: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা, কেক তৈরি নিয়ে বিরাট 'রহস্য' ফাঁস সাংসদের!
শেষ পরিষেবা:-
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১০.৫৩ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাত ১০.৪৯ মিনিটে।
কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত রাত ১১টায়।
ব্লু লাইনে রাত ১০.৪০ মিনিটে রাতের বিশেষ মেট্রো আগামিকাল থাকবে না।
আরও পড়ুন- Ajmiri Bakery: কাঠের জ্বালে তৈরি হয় কেক, ২০০ বছরের সোনালী অতীত আঁকড়ে আজমিরি বেকারি
গ্রিন লাইন ১
আগামিকাল সকাল ৬.৫৫ মিনিট থেকে রাত ৯.৪০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৯০টি মেট্রো চলবে ২০ মিনিটের ব্যবধানে।
প্রথম পরিষেবা:
সকাল ৬.৫৫ মিনিট থেকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৭.০৫ মিনিটে সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- Partha Chatterjee: এবারও শিকে ছিঁড়ল না পার্থ চট্টোপাধ্যায়ের, ফের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
শেষ পরিষেবা:
রাত ৯.৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
রাত ৯.৪০ মিনিটে সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
আগামিকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।