Advertisment

Hilsa: ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় পদ্মার রূপোলি শষ্য পাতে পড়ার সম্ভাবনা কতটা?

Hilsa: শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিবছর দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে এপার বাংলায় ইলিশ মাছের আমদানি হয়েছে। তবে এবার পড়শি দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টেছে। পুজোর মরশুমে বাংলাদেশি ইলিশ এরাজ্যে ঢোকা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।

author-image
Joyprakash Das
New Update
If the weather is like this, a large quantity of hilsa will be catch and the price may decrease, ইলিশ, ইলিশ মাছের দাম

ইলিশ মাছ।

Bangladesh-Ilish: গত ৫ বছর দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে এপার বাংলায় ইলিশ মাছ আমদানি হয়েছে। কিন্তু এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তদারকি সরকার চলছে সীমান্তের ওপারের দেশে। এখনও পর্যন্ত ইলিশ মাছ রফতানি নিয়ে বাংলাদেশ সরকার কোনও কথা বলেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই ওপার বাংলা থেকে ইলিশ মাছ আসে। এবার দুর্গাপুজোর সময় বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রফতানি করার জন্য আবেদন জানাল ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। 

Advertisment

অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে, "১৯৯৬ সাল থেকে বাংলাদেশ ইলিশ রফতানি করছে এপার বাংলায়। পেট্রাপোল সীমান্ত থেকে প্রতি বছর গড়ে ৫০০০ মেট্রিক টন ইলিশ আমদানি করা হত। দুর্ভাগ্যবশত ২০১২ সালের জুলাই মাসে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ রফতানি নিষিদ্ধ করে। তারপর আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি। তবে গত ৫ বছর ধরে সেপ্টেম্বর, ২০১৯ থেকে শুরু করে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ইলিশ আমদানি করা হয়।" এই আবেদন করা হয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।

অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, "এর আগে বাংলাদেশ সরকার দুর্গাপুজোর সময় ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে। বিগত ৫ বছর ধরে ইলিশ আসছে এখানে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মাছ ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা। মানুষও এই সময় ইলিশের জন্য অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোর সময় ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছি।" 

আরও পড়ুন- India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA

আরও পড়ুন- RG Kar Protest: নবান্নে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, গেলেনই না জুনিয়র ডাক্তাররা, আরও বাড়ল আন্দোলনের ঝাঁঝ

অ্যাসোসিয়শনের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯ সালে ইলিশ এসেছে ৫০০ মেট্রিক টন। তার পরের বছর ২০২০ সালে ইলিশ আমদানি করা হয়েছে ১৮৫০ মেট্রিক টন। ২০২১ সালে ২৬০০ টনের অনুমোদন থাকলেও আমদানি হয়েছে ১২০০ মেট্রিক টন। তার পরের দু'বছর ২০২২ ও ২০২৩ সালে আমাদানিকৃত ইলিশের পরিমাণ ছিল ১৩০০ মেট্রিক টন। যদিও আমদানির অনুমতি ছিল আরও কিছুটা বেশি।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডে 'সুপারলিড'-এর খোঁজে CBI! সিটের অফিসার, টালা থানার OC সিজিও-য়

 আরও পড়ুন- Sandip Ghosh: সন্দীপকে লক্ষ্য করে সপাটে হাওয়াই চটি! 'চোর-চিটিংবাজ' বলে চিৎকার

বাংলাদেশে ভারতীয় পন্য বয়কট করার কথা বলছে সেদেশের একাংশ। তবে ভারত থেকে নানা সামগ্রী বাংলাদেশে যাচ্ছে। আবার বাংলাদেশের একাংশের দাবি ভারতকে ইলিশ রফতানি করা যাবে না। বাংলাদেশে তদারিক সরকার আসার পর এই দাবি আরও জোরালো হয়েছে। অন্য বছর এই সময় জানা যায় বাংলাদেশ থেকে কত পরিমাণ ইলিশ এদেশে আমদানি করা হবে। এখনও বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে পারেনি তাঁরা ভারতে ইলিশ রফতানি করবে কি না।

আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ

Bangladesh Hilsa Sheikh Hasina West Bengal Durga Puja 2019 ilish
Advertisment