National Highway Closed: বন্ধ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক, চাপ বাড়ল করোনেশন সেতুর ওপর

Sikkim-bound NH-10 closed: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধের জেরে পর্যটক-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তের বাসিন্দাদের দুর্ভোগ যারপরনাই বেড়েছে। বিকল্প পথ ধরে চলছে যাতায়াত।

Sikkim-bound NH-10 closed: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধের জেরে পর্যটক-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তের বাসিন্দাদের দুর্ভোগ যারপরনাই বেড়েছে। বিকল্প পথ ধরে চলছে যাতায়াত।

author-image
Sandip Sarkar
New Update
Sikkim-bound NH-10 closed, National Highway 10 traffic disruption, NH-10 3-day closure, traffic pressure on Coronation Bridge, Sikkim road closure update, Siliguri traffic congestion, West Bengal-Sikkim connectivity issue, NH-10 landslide or maintenance, alternative route to Sikkim, heavy vehicle diversion,সিকিমগামী এনএইচ-১০ বন্ধ, জাতীয় সড়ক ১০ যানজট, এনএইচ-১০ তিন দিনের জন্য বন্ধ, করোনেশন সেতুতে চাপ বৃদ্ধি, সিকিম যাওয়ার রাস্তা বন্ধ আপডেট, শিলিগুড়ি যানজট, পশ্চিমবঙ্গ-সিকিম সংযোগ সমস্যা, এনএইচ-১০ ভূমিধস বা মেরামতি, সিকিমের বিকল্প রুট, ভারী যানবাহন ঘুরপথে পাঠানো

Sikkim-bound NH-10 closed: সিকিমগামী ১০ নং জাতীয় সড়ক।

alternative route to Sikkim: ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হতেই চাপ বাড়ল সেবকের করোনেশন সেতুতে। ধস এবং ফাটলের জেরে ঝুঁকি এড়াতে এবং মেরামতের জন্য ১০ নম্বর জাতীয় রাস্তা আগামী ৬ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ।

Advertisment

যার জন্য শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে প্রতিটি গাড়ি চলাচল করছে লাভা, বলগারা, গরুবাথান হয়ে। এঅর জেরে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে করোনেশন সেতুর ওপর। এদিকে, ১০ নম্বর জাতীয় সড়কে পাহাড় কেটে রাস্তা তৈরি এবং কয়েকটি জায়গায় মেরামতের কাজ শুরু করেছে এনএইচআইডিসিএল।    

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে বেহাল অবস্থা সেবক থেকে সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়কের। বর্তমানে বৃষ্টি ও ধ্বসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম-বাংলা লাইফলাইন। গত শনিবার নতুন করে ধ্বস নেমেছিল নামে ১০ মাইলের তারখোলা ও শ্বেতীঝোরা এলাকায়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ভোটার তালিকায় ডাবল ডাবল নাম, বাদের সম্ভাবনায় এত কষ্ট, নাটক', SIR ইস্যুতে রাজ্যকে তুলোধোনা শুভেন্দুর

পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপদের কথা মাথায় রেখে রাস্তাটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-DA Case: রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?

জানা গিয়েছে, আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10)। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন-Post Office: 'মালামাল স্কিম' Post Office-এর! মাসে মাত্র এই টাকা জমালেই বিপুল রিটার্ন!

সিকিম প্রশাসন সূত্রে খবর, ধসের কারণে রংপো থেকে শিলিগুড়ি রাস্তা শ্বেতিঝোরায় অবরুদ্ধ হয়ে রয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটিতে ধস রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই ধস সরানোর চেষ্টা চলছে।

এখনও পর্যন্ত রংপো থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি রুটে শুধুমাত্র ছোট যানবাহনই চলাচল করতে পারছে। রংপো থেকে মেল্লি রাস্তা খোলা রয়েছে। এই পথে মেল্লি হয়ে দক্ষিণ সিকিমের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। 

আরও পড়ুন-Crime News:মুর্শিদাবাদে খুন করে বেঙ্গালুরুতে আশ্রয়, সূত্রের খবরে অতর্কিতে পুলিশি হানা, তারপর?

তবে লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং ও লাভা থেকে শিলিগুড়ি ভায়া গরুবাথান রাস্তা খোলা রয়েছে। তবে লাভা থেকে লোলেগাঁও ও লাভা থেকে রেশি হয়ে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে বলেই খবর। এই পরিস্থিতিতে কালিম্পং পুলিশের তরফেও গ্যাংটক যাওয়ার জন্য ৩ টি বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। সেগুলি হল, 

১) শিলিগুড়ি থেকে জোরবাংলো-তিস্তাবাজার-রংপো হয়ে গ্যাংটক পর্যন্ত রাস্তা।

২) শিলিগুড়ি থেকে সেবক বাগরাকোট লাভা আলগারা রংপো হয়ে গ্যাংটক রাস্তা (717-A)।

৩) শিলিগুড়ি-সেবক-ডামডিম-গরুবাথান-লাভা-আলগারা-রংপো হয়ে গ্যাংটক রাস্তা।

north bengal north bengal tourism National Highway sikkim