Advertisment

২৪ ঘণ্টার মধ্যে আসছে বর্ষা

ভারতের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ১০ জুন ত্রিশূর জেলায় এবং ১১ জুন এরনাকুলাম, মালাপুরম এবং কোঝিকোড় জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উষ্ণতম দিনেই শহরে বৃষ্টি নামায় অসহ্য গরমের হাত থেকে সাময়িক স্বস্তি

শীঘ্রই কেরালায় বর্ষা আসছে। এদিকে, বাংলার দোরগোড়ায় বর্ষা। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে শহরবাসী। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম, সর্বনিম্ম ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯৪ শতাংশ, নূন্যতম ৬৫ শতাংশ।

Advertisment

অন্যদিকে, সারদাকাণ্ডের তদন্তে শুক্রবার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। পাশাপাশি এদিন মদন মিত্রের আপ্ত সহায়ককে ডেকে পাঠায় সিবিআই। শুক্রবার সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল নেতা  তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিম। সারদা তদন্তে বাপি করিমকে এদিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর।

রাজ্যে বিজেপির বিজয় মিছিলে আর অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতার নিহত তৃণমূলকর্মী নির্মল কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সামনে পুলিশের উদ্দেশে এমন নির্দেশই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, “ওদের বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল হবে”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নির্মলের খুনিদের শাস্তি হবে। বিষয়টি বিচার বিভাগের উপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে রাজ্যের তরফে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গড়া হবে বলেও জানিয়েছেন মমতা। বিস্তারিত পড়ুন ওদের বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল হবে, পুলিশকে নির্দেশ মমতার

Live Blog

Kolkata News  Updates: Kolkata Latest News, Kolkata News Today: কলকাতার সব খবরের আপডেট রইল এখানে, Follow the  Updates here:














18:55 (IST)07 Jun 19





















২৪ ঘণ্টায় বর্ষা ঢুকছে কেরালায়, অপেক্ষায় বাংলা

আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢুকছে বর্ষা। ভারতের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ১০ জুন থ্রিসুর জেলায় এবং ১১ জুন এর্ণাকুলাম, মালাপুরম এবং কোঝিকোড় জেলায় রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।

আট জেলার মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে - তিরুবন্তপুরম, কোল্লাম, আলাপ্পুজা, কোট্টায়ম, এর্ণাকুলাম, থ্রিসুর, মালাপুরম ও কোঝিকোড়। এই জেলায় ৯ জুন থেকে শুরু হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। কেরালা রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের কর্তৃপক্ষ (কেএসডিএমএ) বৃহস্পতিবার ঘোষণা করে,  প্রবল বৃষ্টির মোকাবেলা করার জন্য জারি করা নির্দেশাবলী মেনে চলতে হবে।

বর্ষার শুরুতেই বৃষ্টির সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৭ থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। গত বছরে কেরালার বিধ্বংসী বন্যার জন্য প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ জন ।

15:04 (IST)07 Jun 19





















জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেল রাণী রাসমণি

এই সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। এই প্রথম টিআরপি তালিকায় পঞ্চম স্থানে নেমে যেতে হল 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিককে। দীর্ঘ সময় শীর্ষে থাকার পরে কৃষ্ণকলি শুরু হওয়ার পরে, প্রায় টানা দুবছর এই ধারাবাহিকটি সেরা তিনে থেকেছে। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, পঞ্চম স্থানে নেমে গিয়েছে করুণাময়ী রাণী রাসমণি। বিস্তারিত পড়ুন দ্বিতীয় স্থানে ‘ত্রিনয়নী’, পিছিয়ে গেল ‘রাসমণি

14:18 (IST)07 Jun 19





















উত্তরপ্রদেশের পর কলকাতা, বাতিল 'বিফ ফেস্টিভ্যাল'

হিন্দুত্ববাদী’দের হুমকির মুখে বাতিল হয়ে গেল কলকাতার ‘বিফ ফেস্টিভাল’। ২৩ জুন মধ্য কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ‘কলকাতা বিফ ফেস্টিভ্যালে’র আয়োজন করেছিল দ্য অ্যাক্সিডেন্টাল নোট নামে একটি সংস্থা। সেই মর্মে সোশাল মিডিয়ায় ইভেন্টও তৈরি করা হয়েছিল। কয়েক হাজার মানুষ গোমাংসের বিবিধ পদ আস্বাদন করতে চেয়ে যোগাযোগ করেন উদ্যোক্তাদের সঙ্গে। সবিস্তারে পড়ুন প্রাণনাশের হুমকির মুখে বাতিল কলকাতার বিফ ফেস্টিভাল

13:16 (IST)07 Jun 19





















সিবিআই দফতরে মদন মিত্রের প্রাক্তন আপ্ত সহায়ক

সারদাকাণ্ডের তদন্তে মদন মিত্রের আপ্ত সহায়ককে ডেকে পাঠাল সিবিআই। শুক্রবার সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিম। সারদা তদন্তে বাপি করিমকে এদিন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। উল্লেখ্য, সারদা মামলায় নাম জড়িয়েছে মদন মিত্রের। ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদা কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন কারারুদ্ধ থাকার পর জামিনে মুক্ত হন তিনি। অন্যদিকে, এদিন সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ ফের কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব করে সিবিআই। এই প্রথমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজীব।

12:34 (IST)07 Jun 19





















দর্শকদের দিকে 'রাইফেল' তাক করলেন পরিচালক

বাংলা ছবিতে জমজমাট ক্রাইম থ্রিলারের তালিকায় এবার নবতম সংযোজন পরিচালক রাজর্ষি দের ক্রাইম থ্রিলার  'রাইফেল'। ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। ছবির একটি দ্বিতীয় অধ্যায়ও রয়েছে। মহিলা ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে কীভাবে এই আর্মস জড়িয়ে পরে সেটাও রয়েছে এই ছবিতে। বিস্তারিত পড়ুন অর্পিতা পুলিশ আর পূজারিণী?

11:51 (IST)07 Jun 19





















নানা রকম ধান, ডিমের সংগ্রহ এবং কলমের সমারহে বিবর্তনের ইতিহাস লিখেছেন অমরেশ মিত্র

পেশায় আমঘাটা শ্যামপুর হাইস্কুলের শিক্ষক  অমরেশ মিত্র। ছোট থেকে মাথায় ভর করেছিল বিভিন্ন পাখির ডিম সংগ্রহের। শুধু ডিম নয়, অমরেশবাবুর অমূল্য সম্পদের মধ্যে সবচেয়ে নজর কাড়ে ২২০ রকমের ধানের ছড়া! এমনকি প্রাক্তন শিক্ষকের কলমের ভাণ্ডারও তাক লাগিয়ে দেওয়ার মতো। খাগের কলম থেকে শুরু করে নামজাদা ব্র্যান্ডের আধুনিকতম মডেল – সব রয়েছে তাঁর কাছে। কার্যত কলমের বির্বতনের ইতিহাসটাই ছবির মতো ফুটে ওঠে অমরেশবাবুর আলমারির সামনে দাঁড়ালে। সবিস্তারে পড়ুন ২২০ রকমের ধান, ১৩০ প্রজাতির ডিম, আর কী আছে এই শিক্ষকের সংগ্রহে?

11:12 (IST)07 Jun 19





















সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

বর্তমানে এডিজি সিআইডি পদে কর্মরত রাজীব কুমারকে সারদা কান্ডে জিজ্ঞাসাবাদ করতেই এবার সিজিও দফতরে তাঁকে তলব করে সিবিআই। শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় রাজীব কুমারের গ্রেফতারির ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় শীর্ষ আদালত। রাজীবকে গ্রেফতার করা গেলেও সিবিআই ডাকলে তাঁকে  জিজ্ঞাসাবাদ পর্বে যোগ দিতে হবে বলে জানায় আদালত। বিস্তারিত পড়ুন সিবিআই দফতরে রাজীব কুমার


11:00 (IST)07 Jun 19





















আজ শহরে কোথায় কী কী অনুষ্ঠান

প্রেস ক্লাবে আজ বিকেল ৪টে নাগাদ অনুভা গঙ্গোপাধ্যায়ের লোকসঙ্গীতের সিডি প্রকাশ করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হৈমন্তী শুক্লা, অরিন্দম গঙ্গোপাধ্যায়, স্বপন বসু প্রমুখ। 

শিশির মঞ্চে বিকেল  সাড়ে ৫টায় বাংলা ছায়াছবির ১০০ বছর উদযাপন অনুষ্ঠানে গানে গানে উপস্থিত থাকবেন শম্পা কুন্ডু, সৈকত মিত্র প্রমুখেরা।

বঙ্গীয় বিজ্ঞান পরিষদে বিকেল সাড়ে ৫টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রয়েছে একটি আলোচনা সভা। 

রামকৃষ্ণ মঠ (যোগোদ্যান) বিকেল ৫.৩০মিনিটে "শ্রী মায়ের কথা" প্রসঙ্গে বক্তব্য রাখবেন স্বামী বেদস্বরূপানন্দ। 

" id="lbcontentbody">
09:56 (IST)07 Jun 19





















কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা। প্রাক বর্ষার আগমনে গরম থেকে খানিক মুক্তি পেয়েছে শহরবাসী। কিন্তু কবে আসবে বর্ষা সেই আশাতেই দিন গুনছে মহানগর।

publive-image

09:38 (IST)07 Jun 19





















ভোট পরবর্তী হিংসার ছবি রায়দিঘিতে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ভোট মিটলেও একাধিক দ্বন্দ্বের ছবি সারা রাজ্যে জুরে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির। রায়দিঘিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ,  রায়দিঘি থানার অন্তর্গত ,সাপুই পাড়া ১৭৩ নং বুথে , বিজেপি কর্মী বাপি সর্দার গতকাল সন্ধ্যায় ঘরে গরু নিয়ে ফেরার সময়,তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা লোহার রড নিয়ে এলো পাথারি হামলা চালায় তাঁর উপর । গুরুতর আঘাতে অচৈতন্য হয়ে যায় বাপি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় রায়দিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বাপি সর্দারের পরিবারের অভিযোগ, নারদ সরকার -সহ তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা  ভোটের আগে তাঁদের হুমকি দিয়ে বলেছিলেন যে ভোট দিতে গেলে ঘর ছাড়া করে জ্যান্ত কবর দেব । তা সত্ত্বেও তাদের হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ায় ,তার বদলা নিলো দুষ্কৃতিরা এমনটাই মনে করছেন বাপি সরকারের পরিবার।যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি তাঁরা হলেন নারদ সরদার,  পৃথ্বীরাজ সর্দার, জয়ন্ত সর্দার, দিলীপ গোঁসাই, বিশ্বনাথ নাইয়া, দিবাকর সর্দার, পলাশ জানা।

09:24 (IST)07 Jun 19





















আজ কোথায় কখন ব্যাহত হতে পারে যান চলাচল

Advertisment
কলকাতার খবর আপডেটস: বুধবার কৃষ্ণনগরে দুর্গাবাহিনী ও মাতৃশক্তি বাহিনীর প্রশিক্ষণ শিবিরে হাজির হয়। প্রশিক্ষণ শেষে বুধবার দুই বাহিনীর সদস্যারা তাঁদের প্রশিক্ষণের নমুনা পেশ করলেন। কীভাবে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে হয় তা দেখালেন। প্রথমে ক্যারাটে, জুডোর কায়দা কানুন পেশ করলেন। তারপর একদল হাতে ছয় ফুট লম্বা লাঠি নিয়ে কসরত করলেন। লাঠি চালনা করে কীভাবে শত্রুর আক্রমনের মোকাবিলা করতে হয়, প্রশিক্ষিতরা দেখালেন সেই সব কায়দাও। তবে শুধু ক্যারাটে, জুডো, লাঠি চালনা নয়, ছুরি নিয়ে কেউ আক্রমণ করতে এলে তাকে পর্যদুস্ত করাও শেখানো হয়েছে এই শিবিরে। বিস্তারির পড়ুন বঙ্গে গেরুয়া হাওয়া, কৃষ্ণনগরে কোমর বাঁধছে দুর্গাবাহিনী

নয়ের দশকের সাড়া জাগানো বাংলা ছবি ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ বুধবার বঙ্গ বিজেপিতে যোগ দেন। বাংলা সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশি নায়িকা হিসেবেই বহুল পরিচিত নাম অঞ্জু। বুধবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের থেকে অঞ্জু পদ্ম পতাকা হাতে তুলে নিতেই রাতারাতি বিতর্ক শুরু হয়। অঞ্জুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের পরই এদিন নায়িকার নাগরিকত্বের প্রামাণ্য নথি সামনে এনে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সবিস্তারে পড়ুন অঞ্জু ঘোষ ভারতীয়, কলকাতাতেই জন্ম, ‘নথি’ দেখিয়ে দাবি বিজেপির

West Bengal kolkata
Advertisment