/indian-express-bangla/media/media_files/2025/10/30/muni-2025-10-30-10-54-35.jpg)
civic body dissolved: পুরসভার বোর্ড ভেঙে দিল প্রশাসন।
অবশেষে ভেঙে দেওয়া হল কৃষ্ণনগর পুরসভার বোর্ড অফ কাউন্সিলরস। একটানা দীর্ঘদিন ধরে অচলাবস্থা এবং সেই সঙ্গে তৃণমূলের গোষ্ঠী সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে কৃষ্ণনগর সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরীকে।
অচলাবস্থার জেরে কঠোর পদক্ষেপ:
গত এক বছর ধরে কৃষ্ণনগর পুরসভার পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। নাগরিকদের অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা কার্যত অচল, ফলে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।গোষ্ঠীদ্বন্দ্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার হয়ে পুরসভায় স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল দীর্ঘদিন।
আরও পড়ুন- Banking rules change:ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর! ১ নভেম্বর থেকেই চালু নতুন নিয়ম, জানলে চমকে যাবেন!
দলীয় স্তরে একাধিক উদ্যোগ, তবুও মেলেনি সমাধান:
এই অচলাবস্থা কাটাতে প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একাধিক বৈঠক করে। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় দলের ২০ জন কাউন্সিলরকে ডেকে আলোচনা করেন দলের রাজ্য নেতৃত্ব।
উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, উজ্জ্বল বিশ্বাস ও মহুয়া মৈত্র। তবে সেই বৈঠকেও কোনও স্থায়ী সমাধানসূত্র বের হয়নি। পরবর্তীতে বিষয়টি ছেড়ে দেওয়া হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।
শোকজ ও প্রশাসনিক তৎপরতা:
পুরসভার অচলাবস্থা নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর ২৪ জন কাউন্সিলরকে শোকজ নোটিশ পাঠায়। তাদের সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
আরও পড়ুন-Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!
এই শোকজ নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টা আগেই বোর্ড অফ কাউন্সিলরস বিশেষ সভা ডাকে, যেখানে ১৫ জন কাউন্সিলর ভোট দিয়ে চেয়ারম্যান রীতা দাসকে অপসারণ করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান নরেশ দাস। তবে পরিস্থিতি আর স্বাভাবিক হয়নি। প্রশাসনিক জট ও রাজনৈতিক টানাপোড়েন বাড়তেই থাকে।
বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ:
শেষমেশ রাজ্য সরকার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কৃষ্ণনগর সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরীকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন,“কৃষ্ণনগর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে কৃষ্ণনগর সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী দায়িত্ব নিয়েছেন।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us