Advertisment

Hooghly Tribeni: কয়েকশো বছর পর কুম্ভস্নানের বিরল যোগ! হুগলির ত্রিবেণীতে অভূতপূর্ব কর্মযজ্ঞের আয়োজন

Kumbh Mela-Hooghly Tribeni: একটা সময়ে হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নানে ভিড় জমাতেন সাধু-সন্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা এসে ভিড় জমাতেন বাংলার এই প্রান্তে। এবারও কুম্ভস্নানের বিশেষ পুন্যযোগকে কেন্দ্র করে অভূতপূর্ব আয়োজন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
hooghly tribeni Kumbh Snan: হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান

হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান উপলক্ষে বিরাট কর্মযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে।

Hooghly Tribeni: কুম্ভস্নানের বিশেষ যোগকে কেন্দ্র করে আগামী বছরে সাধু-সন্তদের মিলনক্ষেত্র হিসেবে গড়ে উঠবে হুগলির ত্রিবেণী। একটা সময় এলাহাবাদের প্রয়াগের পর হুগলির ত্রিবেণীর এই মুক্তবেণী ছিল আধ্যাত্মিক পরিমণ্ডলের একটি কেন্দ্রস্থল। আবারও হুগলির ত্রিবেণীর সঙ্গমে অভূতপূর্ব কর্মযজ্ঞের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর ত্রিবেণীর কুম্ভমেলা উপলক্ষে তিনদিনব্যপী বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। 

Advertisment

৭০০ বছরেরও বেশি সময় আগে একটা সময় হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান উপলক্ষে বিপুল ভিড় হতো। এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও সাধু-সন্তদের ঢল নামতো হুগলির ত্রিবেণীসঙ্গমে। ত্রিবেণীতে তিন নদীর সংযোগস্থল হয়ে উঠেছিল সাধু-সন্তদের অন্যতম মিলনক্ষেত্র।

তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে কুম্ভস্নান বন্ধ হয়ে যায় ত্রিবেণীতে। নতুন করে সেই উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। কত কয়েক বছর ধরে ত্রিবেণীর তিন নদীর সঙ্গমস্থল বর্তমান প্রয়াগরাজেরই সংস্করণ হয়ে উঠেছে।

আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠালেও ট্যাবের টাকা পাননি ছাত্রছাত্রীরা, মাঝপথে টাকা তুলে নিল কে জানেন?

আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন

আরও পড়ুন- Eco Park-Kolkata: ভরপুর মনোরঞ্জনের নতুন ইভেন্ট ইকো পার্কে! কচিকাঁচা থেকে বয়স্ক, দেদার আনন্দে মাতবেন সবাই!

২০২৫ সালের ১১, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ত্রিবেণীতে কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। রিষড়া প্রেম মন্দির আশ্রমের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ বলেন, "ত্রিবেণী কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি। ১২ তারিখ মুখ্য কুম্ভ মেলার স্নানযোগ রয়েছে। আগামী বছর পূর্ণিমা তিথি ও সংক্রান্তি সংযুক্ত হয়েছে। বিশেষ পূণ্যস্নানের যোগ তৈরি হয়েছে। কয়েকশো বছর পরে এই যোগ এসেছে। তিন দিন ধরে ওখানে ধর্মসভা হবে। বিভিন্ন মহাপুরুষের জীবনী নিয়ে আলোচনা চলবে। এরই পাশাপাশি কীর্তনের আসর বসবে। ছৌ নাচ প্রদর্শিত হবে। এ রাজ্যে তো বটেই ভিনরাজ্য থেকেও প্রায় হাজার খানেক সাধু-সন্ত থাকবেন। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রিবেণীর সপ্তর্ষিঘাটে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে আরতি হবে।"

আরও পড়ুন- Firhad Hakim: মোদী ও রেখাকে বিঁধে ফিরহাদের 'মারাত্মক টিপ্পনি'! ঝাঁঝালো প্রতিবাদে তুমুল সোচ্চার BJP

Kumbh Snan Tribeni Kumbh Mela Shahi Snan Kumbh Mela Hooghly
Advertisment