/indian-express-bangla/media/media_files/2025/09/24/ladakh-students-protest-full-statehood-leh-crpf-vehicle-set-on-fire-2025-09-24-14-12-48.jpg)
লাদাখকে পূর্ণ রাজ্যের দাবিতে পথে ছাত্ররা
লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে লেহে তীব্র বিক্ষোভে উত্তাল। পথে নেমে কেন্দ্রের বিরুদ্ধে সরব। পুলিশের সঙ্গে সংঘর্ষ, সিআরপিএফ গাড়িতে আগুন।
আরও পড়ুন-বৃষ্টি থামলেও এখনও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, চরম দুর্ভোগে শহরবাসী
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের পূর্ণ রাজ্য মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার লেহ শহরে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভে অংশ নেন পড়ুয়ারা। সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে রাস্তায় নামে তারা। চলমান আন্দোলনের সময় পড়ুয়ারা একটি সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন- GST কমার পরেও বেশি দাম নিচ্ছে বিক্রেতা? কোথায়, কীভাবে অভিযোগ জানাবেন?
সোনম ওয়াংচুক কয়েক মাস ধরে লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তিনি দীর্ঘ সময় ধরে অনশন ধর্মঘট করছেন এবং নয়াদিল্লিতে পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন। এই দাবিকে সমর্থন করার জন্য জেনারেল-জেড শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে।
আরও পড়ুন-পুজোর আগে 'অসুর বৃষ্টি', জল থৈ-থৈ কুমোরটুলি, নাওয়া-খাওয়া ভুলে 'ড্যামেজ কন্ট্রোলে' প্রতিমা শিল্পীরা
উল্লেখ্য, ৫ আগস্ট ২০১৯-এ ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করার পর জম্মু ও কাশ্মীর দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়। এর ফলে জম্মু ও কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকে, আর লেহ ও কার্গিল নিয়ে গঠিত লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে, লাদাখবাসী এখনো পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করছে এবং এই দাবিতে চলমান আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।
এদিকে এদিনের বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা একটি সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষও হয়। উল্লেখ্য ওয়াংচুক বেশ কয়েক মাস ধরে লাদাখকে পূর্ণ রাজ্যের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।