/indian-express-bangla/media/media_files/2025/02/02/mJ7aRHwBjv1Tz8GfIPth.jpg)
News in West Bengal Live: বিক্ষোভ দেখালেন যোগেশচন্দ্র ডে কলেজে পড়ুয়াদের একাংশ
Latest West Bengal Breaking News Highlights: রবিবার দুপুরে বিক্ষোভ দেখালেন যোগেশচন্দ্র ডে কলেজে পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভিতরে পুজো করতে দেওয়া হয়নি তাঁদের। বাধ্য হয়ে কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজোর আয়োজন করেছেন তাঁরা। এই নিয়ে আঙুল তুলেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে।
কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারও মৃত্যু। ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কলকাতা মেয়রের। পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করবে কলকাতা পুলিশ ও কেএমডিএ জানিয়েছে ফিরহাদ। দোষী কাউকে রেয়াত করা হবে না সাফ জানিয়েছেন তিনি।
আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার তৃনমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে অপর একটি গাড়ি। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতাতে গাড়িটি পাসকাটিয়ে বেড়িয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িটি ফলো করতে থাকে। ভয়ে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দু'দিন পর প্রথম গ্রেফতার। খুনের ঘটনার পরই সরানো হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। সিপি বদলের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের জালে খুনের ঘটনায় এক অভিযুক্ত। ঘটনার পর ২ দিন পর গতকাল রাতে গ্রেফতার করা হয় অক্ষয় গোন্ড নামে এক অভিযুক্তকে। আজ তাকে ব্যাকারপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, অক্ষয় খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক। গোটা ঘটনায় আটজন যুক্ত ছিলেন বলেও দাবি পুলিশের। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
গোটা ঘটনায় সামনে এসেছে একটি ভয়ঙ্কর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
নৈহাটিতে তৃণমূলকর্মী খুনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে নৃশংস ঘটনার ভিডিও পোস্ট করে গোটা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করছেন আক্রমণকারীরা তৃণমূল কর্মী। কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে পুলিশ আধিকারিকদের বলির পাঁঠা বানানো হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
Barrackpore Police Commissioner; Shri Alok Rajoria (IPS) transferred after TMC Kills TMC !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) February 1, 2025
In less than 24 hours after a Trinamool Congress worker; Santosh Yadav, was killed in broad daylight on Friday at Naihati in North 24 Parganas district, axe has fallen on the Police… pic.twitter.com/cDtHq5CS2e
বাংলাদেশে দুর্গাপ্রতিমার পর এবার ভাংচুর করা হল সরস্বতী মূর্তি। ফরিদপুরে মন্দিরে মূর্তি নির্মাণের সময় তা ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিমা ভাংচুরের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এমন সময়ে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে যে তা আর নতুন করে বানানো সম্ভব নয়। ফলে পুজোটাই ভেস্তে যাবে।
আরও পড়ুন
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনও কর, বাজেটে মধ্যবিত্তদের জন্য বিরাট স্বস্তির খবর
'১৪০ কোটি আকাঙ্খা পূরণ', বাজেট শেষে বিরাট বিবৃতি প্রধানমন্ত্রী মোদীর
'কিছু পেল না বাংলা, বিহারে ভোট বলেই ঢালাও বরাদ্দ বাজেটে', মন্তব্য অভিষেকের
নৈহাটি থেঁতলে খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ? ভিডিও পোস্ট করে মমতাকে বিরাট হুঙ্কার শুভেন্দুর
-
Feb 02, 2025 17:04 IST
West Bengal News Live: ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে দেননি অধ্য়ক্ষ, বিক্ষোভ যোগেশচন্দ্র ডে কলেজের পড়ুয়াদের
রবিবার দুপুরে বিক্ষোভ দেখালেন যোগেশচন্দ্র ডে কলেজে পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভিতরে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি তাঁদের। বাধ্য হয়ে কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজোর আয়োজন করেছেন তাঁরা। এই নিয়ে আঙুল তুলেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। তাঁর পাল্টা দাবি, কলেজের ভিতরে নিজের উদ্যোগে ছোট প্রতিমা বসিয়ে পুজো করেছেন।
-
Feb 02, 2025 14:20 IST
West Bengal News Live: ধুন্ধুমার যোগেশ চন্দ্র চৌধুরি কলেজ
ধুন্ধুমার যোগেশ চন্দ্র চৌধুরি কলেজ। বহিরাগত তান্ডবের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন আইন বিভাগের পড়ুয়ারা। হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজোয় পাহারায় পুলিশ। এদিন দুপুরে কলেজে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মালা রায়। শিক্ষামন্ত্রীকে দেখেই ল'বিভাগের পড়ুয়াড়া উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন।
-
Feb 02, 2025 13:20 IST
West Bengal News Live: গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা
গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা। ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসীরা দেখতে পান গৃহবধূকে। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। তড়িঘড়ি জয়নগর থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ জানান তাকে সাব্বির নামে এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধুর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। গৃহবধুর অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে আসে সাব্বির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
Feb 02, 2025 12:08 IST
West Bengal News Live: হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে মৃত্যু কলকাতা পুরসভার ৩ শ্রমিকের
কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারো মৃত্যু। ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার।
-
Feb 02, 2025 11:43 IST
West Bengal News Live: কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর মমতা
প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। শনিবার রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পলাশি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শাসক বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কালীগঞ্জের তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
-
Feb 02, 2025 11:21 IST
West Bengal News Live: নৈহাটিতে সুকান্ত
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছেন। এদিকে খুনের ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি তে ভাংচুর চালানো হয়। এমনকী দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ রবিরার সকালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে গৌরীপুর এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। যে ঘটনায় কোন রাজনীতির গন্ধ নেই সেখানে জোর করে রাজনীতি টেনে আনছে তৃণমূল এমনই অভিযোগ বঙ্গ বিজেপির।
-
Feb 02, 2025 10:23 IST
West Bengal News Live: বন্দুকের নলে বাগদেবীর আরাধনা
যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে বাগদেবীর আরাধনা। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র বাহিনীর পাহারায় অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। আজ পুজো উপলক্ষ্যে ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা ঘটনার রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী। কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ছাত্র-ছাত্রীরা। এরপরই বিষয়টি পৌঁছায় হাইকোর্টে।
-
Feb 02, 2025 09:32 IST
West Bengal News Live: নৈহাটিতে থেঁতলে খুন, পুলিশের জালে এক
নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দু'দিন পর প্রথম গ্রেফতার। খুনের ঘটনার পরই সরানো হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। সিপি বদলের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের জালে খুনের ঘটনায় এক অভিযুক্ত।
ঘটনার পর ২ দিন পর গতকাল রাতে গ্রেফতার করা হয় অক্ষয় গোন্ড নামে এক অভিযুক্তকে। আজ তাকে ব্যাকারপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, অক্ষয় খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক। গোটা ঘটনায় আটজন যুক্ত ছিলেন বলেও দাবি পুলিশের। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
-
Feb 02, 2025 08:58 IST
West Bengal News Live: প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকেন মধ্যবিত্তরা: অমিত শাহ
বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ। এনিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। যদিও বঙ্গ বিজেপির সভাপতি তথা সুকান্ত মুজুমদার বলেন, "বাংলা তো লড়াই করতে ব্যস্ত"। আরেক বিজেপি নেতা শমীক লাহিড়ি বলেন, এটা তো দেশের বাজেট, কোন প্রদেশের বাজেট নয়"। ভোটমুখী বিহারের জন্য ঢালাও বরাদ্দ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলা দীর্ঘদিন ধরেই। আজও বঞ্চিত।" "প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকেন মধ্যবিত্তরা", বাজেট ঘিরে বিরোধীদের নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।