Advertisment

Lottery Fraud Case: লটারি প্রতারণা মামলায় দুরন্ত অ্যাকশনে ED, দক্ষিণ কলকাতার আবাসনে কাঁড়ি-কাঁড়ি টাকা!

Lottery Fraud Case: লটারি প্রতারণা মামলার তদন্তে নেমে বৃহস্পতিবারও দিকে দিকে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেও জোরদার তৎপরতার সঙ্গে অভিযানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
Lottery Fraud Case ED Raid Kolkata: লটারি প্রতারণা মামলা ইডির অভিযান

Lottery Fraud Case: প্রতীকী ছবি।

Lottery Fraud Case: গতকালের পর আজ শুক্রবার। রাজ্যের দিকে দিকে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি-র দল। দক্ষিণ কলকাতার একটি আবাসনে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় হয় ইডি-র আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এদিন অভিযানে গিয়েছিলেন ইডির অফিসাররাষ ওই আবাসনটি কার্যত ঘিরে রেখে চলে তল্লাশি।

Advertisment

ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সল্টলেকের কার্যালয় থেকে ইডির বেশ কয়েকটি টিম কলকাতা শহরের বেশ কিছু এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছে। এদিন দক্ষিণ কলকাতার লেক মার্কেটের প্রিন্স গোলাম মহাম্মদ রোডের একটি আবাসনে গিয়েছিল ইডির একটি দল। সেই আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাটে ঢুকতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় ইডি-র আধিকারিকদের। ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। সেই টাকা গুণতে মেশিন আনতে হয় ইডিকে।

এর আগে গতকালও লটারি প্রতারণা মামলায় শহর কলকাতার পাশাপাশি জেলায় তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার মধ্যমগ্রামের সুকান্তনগরের একটি লটারি ছাপাখানায় হানা দিয়েছিল ইডির একটি টিম। ওই এলাকায় লটারি কোম্পানির একটি অফিস রয়েছে। সেই অফিসে তল্লাশি চালিয়ে গতকাল বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিলেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন- West Bengal Weather Update: জমাটি শীত কবে থেকে? জাঁকিয়ে ঠাণ্ডা আনতে অসময়ের বৃষ্টিই করবে বাজিমাত?

আরও পড়ুন- West Bengal News Live: দক্ষিণ কলকাতার আবাসনে টাকার 'পাহাড়', গুণতে যন্ত্র আনল ED

গতকাল মধ্যমগ্রামের মাইকেল নগরের ডিয়ার লটারির একটি গোডাউনেও হানা দিয়েছিল ইডি। প্রভাবশালী ব্যক্তিদের লটারির মাধ্যমে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগেও কেন্দ্রীয় সংস্থা দিকে-দিকে তল্লাশি চালিয়েছে। অভিযোগ, লটারিতে প্রকৃত বিজয়ীকে ঠকিয়ে বা বঞ্চনা করে প্রভাবশালীদের 'টাকা' লুঠে নেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে একটি চক্র।

আরও পড়ুন- Tab Scam: দক্ষিণ ২৪ পরগনার স্কুলে-স্কুলে ট্যাব দুর্নীতি! বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ-লক্ষ টাকা

আরও পড়ুন- Guru Nannak-Sri Chaitanya: গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন গুরু নানক, খানিক দূরেই ছিলেন শ্রীচৈতণ্য, বাংলার এপ্রান্তে সোনার ইতিহাস!

এর পিছনে বড় একটি চক্র রয়েছে বলে জানা যায়। সেই অভিযোগের ভিত্তিতেই গত কয়েকমাস ধরে বিভিন্ন সূত্র মারফত তথ্য পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েচে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কলকাতাতেও এবার পরপর অভিযান।

ED Raid Lottery Fraud Case kolkata
Advertisment