West Bengal Weather News: পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ। রাজ্যের জেলায় জেলায় শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জাঁকিয়ে শীত (Winter) পড়তে আর খুব বেশি দেরি নেই। এরই মধ্যে কয়েকটি জেলায় কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী দিন পাঁচেকের মধ্যে রাতের দিকের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় সকাল এবং রাতের দিকে হালকা ঠাণ্ডার আমেজ রয়েছে। শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। উইকেন্ডে তিলোত্তমা মহানগরীতেও ঠাণ্ডার দাপট খানিকটা বাড়তে পারে। মহানগরীতে আপাতত বৃষ্টির (Rainfall) কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পতন চোখে পড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ (North Bengal) জুড়ে মনোরম আবহাওয়ায় পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে। এরই মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও দুই দিনাজপুর ও মালদায় আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানা গিয়েছে।
জাঁকিয়ে শীত কবে?
এখনই এই ব্যাপারে স্পষ্ট করে দিনক্ষণের উল্লেখ করেনি আবহাওয়া দফতর। তবে পরিস্থিতি কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি নভেম্বর মাসের শেষের দিকেই জেলাগুলির তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে যাবে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সপ্তাহ থেকেই ঠান্ডার দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Awas Yojana: 'আবাস তালিকা থেকে নাম কাটুন', BDO-কে আবেদন তৃণমূলের প্রধান-সদস্যদের