/indian-express-bangla/media/media_files/2025/09/24/cats-2025-09-24-19-42-47.jpg)
বিশ্বমঞ্চে প্রদর্শিত বাংলার শিল্পকলা, massArt-এর বিরাট উদ্যোগের প্রশংসা সর্বত্র
massArt: কলকাতায় দুর্গোৎসব শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। প্রকৃতির খামখেয়ালিপনা পুজো আয়োজকদের কপালে ভাঁজ ফেললেও শহরবাসী উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত। বাঙালির জন্য দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আবেগ ও সংস্কৃতির এক অপরিহার্য অংশ। বছরের এই চার দিনের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আপামোর বাঙালি।
চার দশকের মধ্যে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ, ফের মঙ্গলের পুনরাবৃত্তি? চরম আশঙ্কায় ঘুম উড়ল শহরবাসীর
দুর্গাপুজোর শুরুর আগেই সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান massArt আয়োজন করল চতুর্থ বর্ষের প্রিভিউ শো অফ দুর্গাপূজা আর্ট (PSDPA)। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠানে বাংলার 'শিল্পকলা'কে বিশ্বের সামনে উপস্থাপন করার এক অনন্য সুযোগ এনে দিয়েছে massArt। অন্যান্য বছরের মতো এবারও ঐতিহ্য,নতুনত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার 'মেলবন্ধন' ঘটল এই উদ্যোগের মাধ্যমে।
২০২২ সালে শুরু হওয়া এই প্রিভিউ শো শহরের দুর্গাপূজার শিল্পকলা ও কারুকার্যের এক্সক্লুসিভ ঝলক প্রদর্শন করে এবং তা বিশ্বের সামনে তুলে ধরে। ইউনেস্কোর সমর্থনে আয়োজনটি দুর্গাপুজোকে বিশ্বের সবচেয়ে বড় পাবলিক আর্ট ফেস্টিভ্যাল হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
massArt-এর সম্পাদক ধ্রুবজ্যোতি বোস শুভ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, “এটি শুধুমাত্র একটি প্রি-পুজো ইভেন্ট নয়, বরং বাংলার ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে যুক্ত করার এক জীবন্ত সেতু।”
প্রকাশিত হল ২০২৩-প্রাইমারি টেটের ফল, কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড
এই প্রিভিউ শো শিল্পীদের জন্য নতুন বাজার তৈরি করবে বলে বিশ্বাস আয়োজকদের।যা ভবিষ্যতে ইন্ডিয়া আর্ট ফেয়ার, আর্ট দুবাই থেকে শুরু করে আর্ট বাসেল-এর মতো বিশ্ববিখ্যাত মঞ্চে বাংলার শিল্পকে স্বীকৃতি এনে দেবে।
MassArt-এর প্রিভিউ শো-র অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলার শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি দেওয়া। এই প্ল্যাটফর্মে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন এবং বিশ্বব্যাপী শিল্পমঞ্চে নিজের আরও ব্যাপ্তি ঘটাতে পারবেন। MassArt-এর মাধ্যমে বাংলার ঐতিহ্য এবং সৃজনশীলতাকে বিশ্বদর্শকের সামনে তুলে আনা হচ্ছে, যা দুর্গাপূজার আন্তর্জাতিক স্বীকৃতির পথকে আরও সুদৃঢ় করছে।
এই বছরের প্রিভিউ শো-তে ইউনেস্কো ও আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথভাবে পাইলট অ্যাক্সেসিবিলিটি প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রবীণ নাগরিক, অটিজম আক্রান্ত শিশু এবং প্রতিবন্ধীরা সুবিধা ও মর্যাদার সঙ্গে মন্ডপ ভ্রমণ করেন। MassArt- আশাবাদী চলতি বছর ২৪টি মণ্ডপকে অন্তর্ভুক্ত করে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছর ৩০০টি প্যান্ডেলে সম্প্রসারিত হবে, যা কলকাতাকে শুধু বিশ্বের বৃহত্তম পাবলিক আর্ট ফেস্টিভ্যাল হিসেবে নয়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক উৎসব হিসেবে তুলে ধরবে।
এই ২৪টি প্যান্ডেলের মধ্যে রয়েছে হাতিবাগান সার্বজনীন, কাশী বোস লেন, হিন্দুস্থান পার্ক, ত্রিধারা সম্মিলনী, বেহালা ফ্রেন্ডস ক্লাব, বড়িশা ক্লাব, ৪১ পল্লি, সন্তোষপুর লেক পল্লি, চালতাবাগান এবং নকতলা উদয়ন সংঘ। পূজার আগে শহরের ২৪টি জনপ্রিয় প্যান্ডেলে অটিস্টিক আক্রান্তদের জন্য বিশেষ ট্যুর আয়োজন করেছে ইন্ডিয়া অটিজম সেন্টার এবং MassArt। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর চলা বিশেষ এই প্রি-পুজো ইভেন্ট প্রায় ৪৫০ জন অটিজিম আক্রান্ত ঘুরে দেখেন। উদ্দেশ্য উৎসব শুরু হওয়ার আগেই যাতে তারা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উপভোগ করতে পারেন।
মিঠুনের ১০০ কোটির মানহানি মামলায় বড় নির্দেশ, কী জানালো শীর্ষ আদালত?
বিশেষ এই উদ্যোগ প্রসঙ্গে ইন্ডিয়া অটিজম সেন্টারের সিইও জয়শঙ্কর নটরাজন বলেন, “এবার প্রথমবারের মতো কলকাতার ২৪টি প্রধান প্যান্ডেল অটিস্টিক ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। শুধু শারীরিক প্রবেশযোগ্যতার দিকে নয়, বরং সংবেদনশীলতা, মানসিক এবং আবেগগত অন্তর্ভুক্তিতার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। আগের প্রিভিউ শো-তে MassArt বিভিন্ন অক্ষমতা সম্পন্ন ব্যক্তির জন্য সামাজিক অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান করেছে, তবে এবার এটি অটিজম-আক্রান্তদের নিয়ে এই প্রথমবার।”
MassArt-এর উদ্যোগ সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরী বলেন, 'এই প্রিভিউ শো গ্রাসরুটস শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই মঞ্চে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারছেন এবং বিশ্বব্যাপী শিল্পমঞ্চে নিজেদের স্থান তৈরি করতে সক্ষম হচ্ছেন"।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেতে মরিয়া চেষ্টা ইডির! শেষমেশ আদালত কী জানাল?
দর্শকদের ভিড়ের চাপ ছাড়াই দুর্গাপুজার সৃজনশীল দিকটি উপভোগের সুযোগ দেয়ার জন্য প্রিভিউ শো ২০২২ সালে শুরু হয় এবং তা ভারত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us