Hostage situation: মুম্বইয়ের স্টুডিওতে দুঃস্বপ্ন! ১৭ শিশু পণবন্দি, পুলিশের হিরোইক মিশনে শেষ ত্রাসের রাত

Mumbai-RA Studio:মুম্বইয়ের পাওয়াইয়ের আরএ স্টুডিওতে ১৭ শিশুকে পণবন্দি করে আতঙ্ক ছড়াল রোহিত আর্য। পুলিশের দ্রুত অভিযানে সবাই উদ্ধার, অভিযুক্ত গুলিবিদ্ধ অবস্থায় নিহত।

Mumbai-RA Studio:মুম্বইয়ের পাওয়াইয়ের আরএ স্টুডিওতে ১৭ শিশুকে পণবন্দি করে আতঙ্ক ছড়াল রোহিত আর্য। পুলিশের দ্রুত অভিযানে সবাই উদ্ধার, অভিযুক্ত গুলিবিদ্ধ অবস্থায় নিহত।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai  ,Powai  ,RA Studio  ,hostage situation  ,children rescued  ,Quick Response Team (QRT)  ,Mumbai Police  ,commando operation,  gunfire exchange,  suspect Rohit Arya,  38-year-old man  ,encounter shooting  ,airgun seized,  chemical substances , threat to kill  ,live video threat,  forensic investigation,  arson attempt,  explosive material,s  mental health issues  ,YouTube channel  ,Pune resident  ,Deepak Kesarkar (former education minister),  school project dispute,  unpaid wages,  police statement,  rescue operation,  Joint Commissioner Satyanarayan,  law and order,  public panic  ,swift police action,  fatal injuries  ,forensic lab test,s  investigation ongoing,মুম্বই, পোয়াই, আরএ স্টুডিও, রোহিত আর্য, মুম্বাই পুলিশ, শিশুপণবন্দি, মুম্বাই স্টুডিও হামলা, দীপক কেসরকার, কুইক রিয়েকশন টিম, শিশু উদ্ধার, মুম্বাই সংবাদ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, পুলিশ অভিযান, মুম্বাই বন্দুক হামলা

encounter shooting:মুম্বইয়ের স্টুডিওতে দুঃসাহসিক পুলিশি অভিযান সফল।

Mumbai-Powai: মুম্বইয়ের পাওয়াইয়ের আরএ স্টুডিওতে একটি অডিশন চলাকালীন ঘটে গেল বুক শিউরে ওঠার মত ঘটনা। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া ঘটনা দ্রুতই ভয়ঙ্কর আকার নেয়। এক ব্যক্তি স্টুডিওর ভেতরে কমপক্ষে ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখে তাদের মেরে ফেলার হুমকি দেন। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।

Advertisment

ঘটনার খবর পেয়েই  মুম্বই পুলিসের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ৩৫ মিনিটে অভিযান চালিয়ে সকলকে নিরাপদে উদ্ধার করে। অভিযানে আট সদস্যের একটি কমান্ডো দল বাথরুমের দরজা ভেঙে অভিযুক্ত লক্ষ্য করে গুলি চালায়। পণবন্দী শিশুদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয়েছে ১৭ জন শিশু, একজন বৃদ্ধ ও একজন মহিলাকে। তাদের সকলকে মেডিকেল চেকআপের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।  

আরও পড়ুন- TMC:“দোষী যেই হোক রেহাই নেই”! ধর্ষণ মামলায় অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল

Advertisment

পাওয়াই থানার সিনিয়র ইন্সপেক্টর জীবন সোনওয়ানে জানিয়েছেন, “সকল শিশু সুরক্ষিত রয়েছে।” অভিযুক্ত ৩৮ বছর বয়সী রোহিত আর্য পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছেন। শিশুদের পণবন্দী করে তিনি লাইভ ভিডিও করে হুমকি দেওয়ার পাশাপাশি বলেন, তিনি কয়েকজনকে প্রশ্ন করবেন এবং তা না হলে স্টুডিয়োতে আগুন ধরিয়ে দেবেন। অভিযানের সময় পুলিশ ও অভিযুক্তের মধ্যে গুলি বিনিময় হয়।"

আরও পড়ুন- Birbhum News:“বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে আত্মঘাতী বৃদ্ধ

পুলিশের দাবি অনুযায়ী গুলিবিদ্ধ হওয়ার পর  হাসপাতালে নিয়ে যাওয়ার পর আর্য আহত অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান, কিছু রাসায়নিক পদার্থ এবং একটি লাইটার জব্দ করা হয়েছে।  

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত প্রায় ২০ জনকে ভিতরে আটকে রেখেছিলেন এবং তিনি প্রথম থেকেই পুলিসকে লক্ষ্য করে হুমকি দেন।  ফরেনসিক দল উদ্ধারকৃত রাসায়নিক পদার্থ ও অন্যান্য প্রমাণা বিশদে পরীক্ষার জন্য  ল্যাবে পাঠিয়েছে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অভিযুক্ত বড় ধরনের অগ্নিসংযোগ বা বিস্ফোরণের পরিকল্পনা করছিল।

আরও পড়ুন- AI প্রযুক্তি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? ফেক ভিডিও কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় আইনজীবী

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিত আদতে পুনের বাসিন্দা এবং স্টুডিওতেও কাজ করতেন; তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তার অভিযোগ ছিল—প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপক কেসরকারের অধীনে শিক্ষা দফতের একটি স্কুল প্রকল্পে তিনি কাজ করেছিলেন, কিন্তু তিনি পারিশ্রমিক না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন।  ওই সময়ে তিনি মন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনও করেছিলেন। পুলিশের একটি বিবৃতি অনুযায়ী, রোহিত মানসিকভাবে   অসুস্থ ছিলেন।

ঘটনার সময়ের একটি উদ্ধার-ভিডিওতে আর্য বলেছিলেন, “আমি সন্ত্রাস বাদী নই, আমি টাকা চাই না। আমি কেবল কিছু লোককে জিজ্ঞাসাবাদ করতে চাই"। পুলিশ এখন ওই সব ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট ও আর্যের অতীত রেকর্ড যাচাই করছে, যাতে জানা যাবে কেন তিনি এই ধরনের চরম পদক্ষেপ নিলেন।

আরও পড়ুন-SIR নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে? চালু কমিশনের হেল্প লাইন নম্বর, সরাসরি কথা বলুন

মুম্বই পুলিশের জয়েন্ট কমিশনার (আইন-শৃঙ্খলা) সত্যনায়ণ জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ ও দক্ষ  কমান্ডো টিমের অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এই ঘটনা শহরজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

children rescued hostage situation Latest news Encounter mumbai