Advertisment

Durga Puja 2024-NBSTC: পুজোয় উত্তরবঙ্গে? নামমাত্র ভাড়ায় জমাটি বন্দোবস্ত NBSTC-র! পুজো পরিক্রমার বুকিং শুরু

Durga Puja 2024-NBSTC: আগের বছরেও এই একই ধরনের বন্দোবস্ত করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এবারও সেই একই বন্দোবস্ত হয়েছে। শুরু হয়ে গেছে বুকিং।

author-image
IE Bangla Web Desk
New Update
NBSTC Pujo Porikroma booking started, উত্তরবঙ্গ, দুর্গাপুজো, পুজো পরিক্রমা এনবিএসটিসি

প্রতীকী ছবি।

North Bengal Durga Puja: গত বছরের মতো এবারও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) পুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। 

Advertisment

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। তার প্রস্তুতি চলছে।

প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে। পরিক্রমা শেষে তেনজিং নোরগে বাস টার্মিনাসে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন- Durga Puja 2024: অশুভের বিনাশে এগাঁয়ে নাকি বন্দুক ধরেছিলেন স্বয়ং মা দুর্গা, আজও এপুজোয় চলে গুলি

আরও পড়ুন- Eastern Rail: মসৃণ যাত্রী পরিষেবার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ! দুরন্ত সাফল্য পেল রেল

৩০ সিটের একটি বাসের বন্দোবস্ত করা হয়েছে। বাসচালক ছাড়া অতিরিক্ত একজন কর্মী থাকবেন। তিনিই মূলত সমস্ত পরিচালনা করবেন। চতুর্থীর সন্ধ্যায় কফি খেতে খেতে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে পুজো পরিক্রমা শুরু হবে।

আরও পড়ুন- Anubrata Mondal: 'দিদির আশীর্বাদে ভালো আছি, দিদির পাশে থাকব', ঘরে ফিরেই বার্তা অনুব্রত মণ্ডলের

আরও পড়ুন- Train Accident: ফের বাংলার বুকে রেল দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত ট্রেনের পরপর বগি! তারপর?

সন্ধ্যা সাড়ে ৬টায় বাস ছাড়বে। সেই মতো দর্শনার্থীদের ৬টার মধ্যেই সেখানে উপস্থিত হতে হবে। কয়েকদিনের মধ্যেই এই পরিক্রমার টিকিট বুকিং শুরু হবে। তবে অনলাইন নয়। অফলাইনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকলকে টিকিট বুকিং করতে হবে।

পরিক্রমায় সবাইকে নিরামিষ ডিনার পরিবেশন করা হবে। মেনুতে রয়েছে ভেজ বিরিয়ানি, শাহি পনির, মিষ্টি এবং জলের বোতল। তবে কিছু পরিবর্তন হতে পারে। পরিক্রমা চলাকালীন একবার চায়ের ব্যবস্থাও থাকবে।

north bengal Durga Puja 2024 Durga Puja 2019 NBSTC
Advertisment