/indian-express-bangla/media/media_files/2025/05/01/2QDuOiPiiNIQTy8gGKwx.jpg)
India Pakistan Tensions: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় এবার বড় সিদ্ধান্ত আমেরিকার।
Pahalgam Terror attack: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আমেরিকা। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফকে 'বিদেশি জঙ্গি সংগঠন' আখ্যা আমেরিকার।
কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিমি দূরের সরকারি হাসপাতালে এ এক অসাধ্য সাধন!
পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পহেলগাঁও কান্ডে সাম্প্রতিক হামলার ঘটনায় সামনে এসেছে এই সন্ত্রাসবাদী সংগঠনের নামও। মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৎপরতাকে অপারেশন সিঁদুরের পর দেশে-দেশে ভারতের সাংসদ প্রতিনিধি দল পাঠানোর 'সুফল' বলেই মনে করছেন কূটনীতিকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে ভারত। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
'তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত বাংলা', বঙ্গ সফরে আসার আগেই পোস্ট মোদীর
আমেরিকা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ( টিআরএফ) কে একটি বিদেশী জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, যে এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে ভারত এবং আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে লড়াই করছে। শুক্রবার এক্স-এ একটি পোস্ট শেয়ার করে জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসাও করেছেন।
সাতসকাল চরম আতঙ্কে হুলস্থূল!ঘটনাস্থলে পুলিশ, বোম স্কোয়াড... ব্যাপারটা কী?
সোশ্যাল মিডিয়া পোস্টে এস জয়শঙ্কর একটি পোস্টে লিখেছেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত-মার্কিন ঐক্যবদ্ধ থাকার এটি একটি জোরালো প্রমাণ। মার্কো রুবিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ, যারা লস্কর-ই-তৈয়বা ( এলইটি) -এর শাখা সংগঠন টিআরএফ -কে একটি বিদেশী জঙ্গি সংগঠন ( এফটিও) এবং Specially Designated Global Terrorist বা SDGT ঘোষণা করেছে। টিআরএফ ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল।"
টিআরএফ সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ফ্রন্ট। এখনও পর্যন্ত একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত এই সংগঠন। সম্প্রতি পহেলগাঁও হামলার দায় স্বীকার করে TRF। এই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। আমেরিকার এই বড় সিদ্ধান্ত পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!
A strong affirmation of India-US counter-terrorism cooperation.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2025
Appreciate @SecRubio and @StateDept for designating TRF—a Lashkar-e-Tayyiba (LeT) proxy—as a Foreign Terrorist Organization (FTO) and Specially Designated Global Terrorist (SDGT). It claimed responsibility for the…
মার্কো রুবিও টিআরএফ সম্পর্কে কী বলেছিলেন?
পহেলগাঁও জঙ্গি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এখন একটি বিবৃতি জারি করে বলেছেন যে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা আমেরিকার সঠিক সিদ্ধান্ত। তিনি আরও বলেন যে আমাদের সিদ্ধান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।