Odisha Beach Gangrape: ওড়িশার গোপালপুর সৈকতে কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ কান্ডে গ্রেফতার ১০ অভিযুক্ত। রবিবার রাতে 'রাজা' উৎসব উপলক্ষে প্রেমিকের সঙ্গে সৈকতে ঘুরতে গিয়ে এক ২০ বছরের কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ১০ যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) অভিযুক্ত ১০ জনকেই গ্রেফতার করা হয়েছে।
তরুণী গোপালপুর থানায় অভিযোগ দায়ের করে জানান, সৈকতের এক নির্জন স্থানে বসে সময় কাটানোর সময় হঠাৎ ১০ জন যুবক তাঁদের ঘিরে ধরে। মারধর করা হয় তরুণীর সঙ্গে থাকা ছেলেটিকে। এরপর ওই তরুণীকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণী ওড়িশার একটি বেসরকারি কলেজের স্নাতক স্তরের ছাত্রী এবং গোপালপুরের একটি মেসে আরও তিনজন তরুণীর সঙ্গে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
গোপালপুর থানার পুলিশ জানায়, প্রথমে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সকল অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ মেলায় ১০ জনকেই গ্রেফতার করা হয়। ধৃতরা রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছিল বলেও জানা গিয়েছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গঞ্জাম জেলার এই জনপ্রিয় পর্যটনস্থলে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা জানিয়েছেন, তিনি জেলা পুলিশ সুপার সরবন বিবেক এম-এর সঙ্গে কথা বলেছেন এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এই ঘটনায় গ্রেফতার হওয়া চার যুবক নাবালক বলে জানিয়েছে পুলিশ। চার কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) সামনে হাজির করা হয় এবং অন্য ছয় অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।বহরমপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সারাভানা বিবেক এম বলেছেন যে কর্তৃপক্ষ বিচারের উদ্দেশ্যে জেজেবিকে কিশোরদের প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হবে। তিনি আরও বলেন, এটি একটি জঘন্য অপরাধ, এবং সুপ্রিম কোর্টের মতে, এই ধরণের গুরুতর অপরাধে ১৬ বছরের বেশি বয়সী নাবালকদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের আওতায় আনা যেতে পারে। এই ক্ষেত্রে, চারজন নাবালক অভিযুক্তের বয়স ১৭ বছর। তাই, আমরা জেজেবি-র কাছে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার জন্য আবেদন করব।