Monsoon Arrival in Kolkata : কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হল হলুদ সতর্কতা, দক্ষিনবঙ্গে ঢুকল বর্ষা
অবশেষে অপেক্ষার অবসান। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Monsoon) মঙ্গলবার সকালে কলকাতা শহরে প্রবেশ করেছে। শুরুতেই কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ২৩.১ মিম। বর্ষার প্রবেশে স্বস্তি ফিরেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ২২ জুন রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলায়। তবে বীরভূম, বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ওই জেলাগুলিতে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে পুরোদমে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হতে পারে। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির জেরে ধ্বস নামার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে জেলায় জেলায়।
চলতি বছর বর্ষা কেরলে ঢোকার ২৪ দিন পর ও উত্তরবঙ্গে ঢোকার ১৯ দিন পর কলকাতায় প্রবেশ করল। সাধারণত ১০ জুনের মধ্যে বর্ষা কলকাতায় পৌঁছে যায়। তবে গত বছর কলকাতায় বর্ষা প্রবেশ করে ২১ জুন। আইএমডি জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের অঞ্চলে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত তৈরি হয়। এর জেরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে পূর্বাভাস। এর প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।
প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টির ফলে যানজটের আশঙ্কাও রয়েছে শহরে। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফেও।