FD interest Rates: FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?

FD Rates:বর্তমানে বাজারে বিনিয়োগের অসংখ্য বিকল্প থাকলেও, অনেকেই আছেন যারা এখনও নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে লাভ-ক্ষতির ঝুঁকি থাকে, সেখানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (এফডি)-এ নিশ্চিত রিটার্ন

FD Rates:বর্তমানে বাজারে বিনিয়োগের অসংখ্য বিকল্প থাকলেও, অনেকেই আছেন যারা এখনও নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে লাভ-ক্ষতির ঝুঁকি থাকে, সেখানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (এফডি)-এ নিশ্চিত রিটার্ন

author-image
Sayan Sarkar
New Update
one-year-fd-highest-interest-rates-banks-list

FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?

FD Rates: বর্তমানে বাজারে বিনিয়োগের অসংখ্য বিকল্প থাকলেও, অনেকেই আছেন যারা এখনও নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে লাভ-ক্ষতির ঝুঁকি থাকে, সেখানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (এফডি)  Fixed Deposit মূলধন সুরক্ষা ও নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা দেয়। তাই, যারা ঝুঁকি নিতে চান না বা স্বল্পমেয়াদে কিছুটা বেশি রিটার্ন পেতে চান, তাদের জন্য এফডি এখনও অন্যতম জনপ্রিয় বিকল্প।

Advertisment

বিশেষজ্ঞদের পরামর্শ, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করে দেখা উচিত। এক বছরের এফডিতে কোন ব্যাংক কত সুদ দিচ্ছে তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

এক নজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্কের তালিকা

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC ব্যাংক এক বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫% সুদ দিচ্ছে। একই হারে সুদ অফার করছে ICICI ব্যাংক ও কোটাক মাহিন্দ্রা ব্যাংক—দুই ব্যাংকেই সাধারণ আমানতকারীরা পাচ্ছেন ৬.২৫% এবং প্রবীণ নাগরিকরা ৬.৭৫% রিটার্ন।

Advertisment

আরও পড়ুন- ইস্পাত কঠিন লড়াইয়ে তাক লাগানো সাফল্য, ৫৪ লক্ষ মাইনের চাকরিতে স্বপ্নপূরণ বঙ্গ তনয়ার

ফেডারেল ব্যাংকও একইভাবে এক বছরের এফডিতে সাধারণ বিনিয়োগকারীদের ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫% সুদ দিচ্ছে। এছাড়া ৯৯৯ দিনের মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬.৭০% রিটার্ন পাওয়া যায়।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ নাগরিকদের এক বছরের এফডিতে ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫% সুদ দিচ্ছে। অন্যদিকে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই ক্ষেত্রে কিছুটা বেশি রিটার্ন অফার করছে—সাধারণ বিনিয়োগকারীদের ৬.৪০% এবং প্রবীণ নাগরিকদের ৬.৯০% সুদ প্রদান করছে।

আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী, মৃত একাধিক, শতাধিক আহত, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

কানাড়া ব্যাংক এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.২৫% ও প্রবীণ নাগরিকদের ৬.৭৫% সুদ দিচ্ছে। এছাড়া, ৪৪৪ দিনের বিশেষ মেয়াদী এফডিতে যথাক্রমে ৬.৫০% এবং ৭% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়।

অবশেষে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এক বছরের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫% সুদ অফার করছে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, এক বছরের এফডিতে অধিকাংশ ব্যাংক ৬.২৫% থেকে ৬.৯০% পর্যন্ত সুদের হার দিচ্ছে। যারা স্বল্পমেয়াদি এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগে আগ্রহী, তাদের জন্য এই ব্যাংকগুলির অফারগুলি বিশেষভাবে আকর্ষণীয়।

ফিক্সড ডিপোজিট বা এফডি দীর্ঘদিন ধরেই প্রবীণ নাগরিকদের কাছে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসেবে জনপ্রিয়। এর মূল কারণ, এফডিতে মূলধনের সুরক্ষা নিশ্চিত থাকে এবং বিনিয়োগের উপর নির্দিষ্ট সুদের হার মেলে। সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংকগুলি তুলনামূলক বেশি সুদের হার অফার করে থাকে। ব্যাংকবাজারের ২৭ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বেশ কিছু বড় ব্যাংক ৩ কোটি টাকা পর্যন্ত এফডিতে ৭% থেকে ৭.৫% পর্যন্ত আকর্ষণীয় সুদের হার দিচ্ছে।

আরও পড়ুন- ইতিহাস গড়ল ভারতের মেয়েরা! হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জয়, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেসরকারি খাতে ইন্ডাসইন্ড ব্যাংক সবচেয়ে বেশি সুদের হার দিচ্ছে। ৬ থেকে ১২ মাসের এফডিতে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫% সুদ প্রদান করছে। অ্যাক্সিস ব্যাংক ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৭.৩৫% সুদ প্রদান করছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC Bank ১৮ থেকে ২১ মাসের এফডিতে প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে। একইভাবে, দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক ICICI Bank ২ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডিতে ৭.১০% হারে সুদ প্রদান করছে।

কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৩৯১ দিন থেকে ২৩ মাসের কম মেয়াদের এফডিতে ৭.১০% সুদ দিচ্ছে। সরকারি ব্যাংকগুলির মধ্যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০% সুদের হার অফার করছে। অন্যদিকে, দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানতের উপর ৭.০৫% বার্ষিক সুদ প্রদান করছে।

আরও পড়ুন- নভেম্বরেও নেই শীতের দেখা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

Fixed Deposit