Advertisment

Eastern Rail: ট্রেনের সফর এবার আরও মসৃণ, আরও নির্ঝঞ্ঝাট! বেনজির তৎপরতার ভূয়সী প্রশংসা

Eastern Railway-RPF: পূর্বরেল বছরভর যাত্রী সুরক্ষায় নানাবিধ কর্মকাণ্ড চালিয়ে যায়। এবার উৎসবের মরশুমে বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষার স্বার্থে বাম্পার তৎপরতা নিয়েছিল RPF।

author-image
Joyprakash Das
New Update
Eastern Rail,MEMU Train, মেমু ট্রেন, পূর্ব রেল

Eastern Rail: প্রতীকী ছবি।

Eastern Railway-ladies compartment: যাত্রী সুরক্ষায় বছরভর নানাবিধ কর্মকাণ্ড চালিয়ে যায় রেল। রেলে সুরক্ষার গুরুদায়িত্ব সামলায় RPF। সেই লক্ষ্যেই এবার 'বেয়াড়া' যাত্রীদের শবক শেখাতে দুরন্ত অভিযান চলেছিল পূর্বরেলের বিভিন্ন ডিভিশনে। সেই অভিযানে সাফল্যও এসেছে। সেই সঙ্গে বেয়াড়া যাত্রীদের শবক শেখাতে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থাও। বিশেষ করে মহিলা কামরায় পুরুষ যাত্রীদের যাতায়াতে লাগাম টানতে RPF-এর এই অভিযান বেশ চর্চায়। পূর্বরেলের তরফে এব্যাপারে বিবিৃতি দিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

মহিলা কামরায় বা লেডিস স্পেশাল ট্রেন শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্যই। পূর্বরেল মহিলাদের মর্যাদা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মহিলা যাত্রীদের স্বার্থকে প্রভাবিত করতে পারে এমন যে কোনও ধরনের কার্যকলাপকে প্রতিহত করতেও সদা তৎপর। মহিলা RPF কর্মীরা সহ পূর্ব রেলওয়ের RPF মহিলা বগি বা মহিলা বিশেষ ট্রেনগুলিতে পুরুষ যাত্রীদের যাতায়াত রুখতেঅনবরত নজরদারি চালায়। অভিযুক্তদের বিরুদ্ধে জেল-জরিমানা-সহ বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শুধুমাত্র চলিত বছরের অক্টোবর মাসে পূর্ব রেলওয়ের RPF মহিলাদের কামরায় যাতায়াতের জন্য ১৪০০ জনেরও বেশি পুরুষ যাত্রীকে গ্রেফতার করেছে। ১২০০টিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ২৬২ জন, শিয়ালদহ ডিভিশনে ৫৭৪ জন, মালদা ডিভিশনে ১৭৬ জন এবং আসানসোল ডিভিশনে ৩৯২ জন পুরুষ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- Kolkata Metro: উৎসবের মরশুমে পাতালপথে নয়া ইতিহাস! গর্বের জবর খবর শেয়ার কলকাতা মেট্রোর

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

পূর্ব রেল কোনও মহিলা কামরায় পুরুষদের যাতায়াতে বারবার নিষেধ করে। রেলওয়ে আইনের ১৬২ ধারা অনুযায়ী, মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত জায়গা দখল করে পুরুষ যাত্রীদের যাতায়াত শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধে জেল ও জরিমানা দুটোই হতে পারে। মহিলা যাত্রীরা রেলে যাতায়াতের ক্ষেত্রে যে কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বর ১৩৯ ডায়াল করতে পারেন।

আরও পড়ুন- Central referral system: আম আদমির জন্য সুখবর! কোন হাসপাতালে কত বেড খালি? এবার জানুন আগেভাগেই

indian railway RPF Eastern Railway ladies compartment
Advertisment