Modi Speech: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সোমবার অধিবেশন শুরুতেই দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাদল অধিবেশন দেশের উন্নয়ন, নীতিনির্ধারণ ও জনকল্যাণমূলক কাজে অগ্রগতির একটি সুযোগ।
বর্ষা ও কৃষিকে ঘিরে আশার বার্তা
প্রধানমন্ত্রী বলেন,“বর্ষা মানেই উদ্ভাবন এবং নবজাগরণের প্রতীক। এই সময় আমাদের নতুন শক্তি ও নীতির জন্ম হয়। দেশে ভাল বর্ষা হচ্ছে যা কৃষক ও কৃষিক্ষেত্রের জন্য শুভ লক্ষণ। গত ১০ বছরের তুলনায় এবার তিনগুণ বেশি জল সঞ্চয় হয়েছে, যা দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।”
মহাকাশে তেরঙ্গার জয়
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) প্রথমবারের জন্য ভারতের জাতীয় পতাকা উত্তোলনকে ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “এটি শুধু গর্বের মুহূর্ত নয়, ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিরও প্রতিফলন।”
অপারেশন সিন্দুর ও সেনাবাহিনীর সাফল্য
‘অপারেশন সিন্দুর’-এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “২২ মিনিটে জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে তাদের নির্মূল করেছে ভারতীয় সেনা। এটি আমাদের সামরিক দক্ষতার জ্বলন্ত উদাহরণ।” তিনি জোর দিয়ে বলেন, “ভারতে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তি আজ বিশ্বের নজর কাড়ছে।”
নকশালবাদ দমন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য
নকশালপ্রবণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের অনেক জেলা নকশাল মুক্ত হয়েছে। যেখানে আগে বন্দুকের ভাষা চলত, আজ সেখানে সংবিধানের জয় হচ্ছে। রেড করিডোর আজ সবুজ সম্ভাবনার অঞ্চলে রূপান্তরিত হচ্ছে।”
আর্থিক অগ্রগতি ও বৈশ্বিক মর্যাদা
প্রধানমন্ত্রী জানান, “২০১৪ সালের আগে ভারত ছিল বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি, আর আজ তৃতীয় বৃহত্তম হওয়ার পথে। ইতিমধ্যেই ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, এবং মুদ্রাস্ফীতির হার অনেকটাই কমে গেছে।”
সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আবেদন
সাংসদদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেন, “এই অধিবেশন হোক এক সুরে দেশগৌরবের প্রশংসা গাওয়ার উপলক্ষ। এতে দেশের জনগণ অনুপ্রাণিত হবে এবং বিশ্ব বুঝবে ভারতের প্রকৃত শক্তি।”
বর্ষাকালীন অধিবেশন শুরু হতেই স্পষ্ট, সরকার উন্নয়ন-সহ অভ্যন্তরীণ সাফল্যকে কেন্দ্র করে জনমত গঠনের পথে হাঁটছে। পাশাপাশি, বিরোধীরা বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে ফেলতে প্রস্তুত—ফলে আসন্ন অধিবেশন ঘিরে উত্তেজনা তুঙ্গে।